জংঙ্গলবাস
জীবনের তরী বাইতে বাইতে হঠাৎ একটা জংঙ্গলে প্রবেশ করলাম। জংঙ্গলটা যদিও অনেক সুন্দর কিন্তু আমার জন্য মোটেই সুন্দর ছিল না কারন সেখানে হিংস্র জানোয়ার ছিল না ছিল মানুষ রূপী কিছু জানোয়ার। জংঙ্গলী হিংস্র জানোয়ারদের সাথে যুদ্ধ করে হয়ত জিতা সম্ভব না হয় হেরে মরে গিয়ে জীবন নামের সেই অধ্যায়ের শেষ হয় কিন্তু সেই যুদ্ধে যদি মানুষ নামের সেই হিংস্র প্রানী গুলো থাকে তখন? আর যদি এরা হয় নিজের কাছের কেও তখন বা কি হয়। এমন জানোয়াররা সমাজের সর্বত্র বিরাজমান ঘর দেশ জাতি । আমরা মীরজাফর কে ভুলি নি ভুলবও না। কিন্তু বাস্তব জীবনে যে হাজার হাজার মীরজাফর আমাদের মাঝে রয়েছে তাদের কে কি আমারা ক্ষমা করতে পারি। মীরজাফরের আওলাদরা এই দুনিয়াতে থাকবে সারা জীবন। -
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরমী খানম ২৫/০৪/২০১৫মীর জাফর রা থাকবেই
-
সৈয়দ আলি আকবর, ১৯/০৪/২০১৫জিবনে এমন কিছু অপ্রত্ত্য্শিত গঠনা গঠে যায় সবার
-
সুরমী খানম ১৮/০৪/২০১৫ধন্যবাদ
-
তরীকুল ইসলাম সৈকত ১৬/০৪/২০১৫নির্মম সত্য...
-
সবুজ আহমেদ কক্স ১৬/০৪/২০১৫ভালো লাগলো