www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি দেখেছি

আমি দেখেছি বৃষ্টির জলের অণু
তীব্র হাওয়ার কাছে পরাজয়
মেনে উড়ে আসছিল আমার বারান্দায় |
আরো দেখেছি বৃষ্টির পয়
কিভাবে মাটি ধয়
আর ধয় আমার মন |
আমি দেখেছি বৃষ্টির সলিলের
আওয়াজ কত মধুর শব্দ
করে ডাকে, ভিজতে আয় আমার নীরে |
আরো দেখেছি বৃষ্টির বারির চাপে
গাছের পাতা কি করে কাপে, কি করে
বানায় তাকে রূপার পত্র |
আর কি করে ধুয়ে দিয়ে যায় মনের
দুর্গন্ধ |
আমি দেখেছি বৃষ্টির পদক
বিশ্বাল মাঠে,
নভঃ আর ভূ এর
ব্যবধানে খেলে বাতাসে অম্বুর
তরংগের খেলা |
আরো দেখেছি পিচঢালা পথে হেঁটে
যাওয়া তরুণীর পায়ে নূপুরের খেলা |
আমি দেখেছি বৃষ্টির
পানিতে জীবনের এক তিলকপত ||
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রক্তিম ৩১/১০/২০১৪
    ভাল , আর একটু ভাবতে পারতেন।
  • খুব ভাল লাগল।
  • অনিরুদ্ধ বুলবুল ৩০/১০/২০১৪
    বেশ সুন্দর প্রকাশ।
    বানানগুলো ঠিক করে নিলে আরো সুন্দর হয়।
    অভিনন্দন কবি।
    • আকাশ আর আমি ০১/১১/২০১৪
      ধন্যবাদ কবি বুলবুল, আমি ভুল গুলো শুদ্ধ করার চেষ্টা করবো| আশা করি পাশে থাকবেন |
  • শিমুল শুভ্র ৩০/১০/২০১৪
    বাহ!!! খুবই সুন্দর কবিতা ।
 
Quantcast