www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাদা মেঘ আর লাল পরী

শরৎ এর আকাশে উড়ে বেড়ায় সাদা মেঘ |
অর্ষমার বিকেলের হালকা তাপ,একটু
গায়ে মেখে পথ চলা |
অপেক্ষা, লাল পরী বের হবে কখন?
সময় বিকেলে পাঁচটা ত্রিশ হতে ছয়টা, লাল
পরী বের হল |
আমার গন্তব্য লাল পরীর পিছু পিছু|
লাল পরী পিছে চায়, আমি তার পিছে যাই |
সাদা মেঘ মাথার উপর ভেসে যায়, লাল পরীও
চলে যায় |
অর্ষমার হালকা আলো লাল পরীর চুলে |
সে পিছু পিছু চায়,আমি পিছে পিছে যাই |
সাদা মেঘ চলে যায় |
অর্ষমা অস্ত যায় |
লাল পরী হারিয়ে যায় |
শুধু আমি আর শরৎ থেকে যাই ||

তারিখ-- 20/09/2013
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আহারে। আমার খুব শখ একটা পরীর সাথে আমার প্রেম হবে।
 
Quantcast