আরেকটু জেগে থাকো না
এখুনি ঘুমিয়ে পড়ো না
বাকি পড়ে আছে হাজারটা গল্প
কূসুম রঙের সোনা গাছের পাতা ছেড়ার বিচার
হাওয়ায় উড়া রেলগাড়ির ফিকে হওয়া জুতো
কোমল ঠোঁটে মন পবন ডাকবে আরও কত
আরেকটু জেগে থাকো না?
প্লিজ, আরেকটু জেগে থাকো না?
জোনাকপোকারা আসবে ছায়ালোক হয়ে
ঢিলে-ঢালা জামায় বোবা বিষাদ ধুয়ে
দেয়ালে জমা ময়লার আত্না হয়ে
আসবে আলাদীনের দৈত্য মাথাটা নুয়ে
ঘুম রাজ্যের রাজপুত্রের ডাকে অ্যাটেনশান দিয়ো না
এখুনি না ঘুমিয়ে পড়ে আরেকটু জেগে থাকো না?
প্লিজ, আরেকটু জেগে থাকো না?
বাঁশবাগানের রচিত কাব্য ছদ্ম নামে
কাঠের সিপাহী পাঠিয়ে দিবে হলুদ খামে
চাঁদের বুড়ি রান্না পাকাবে তোমার নামে
গোপন অভিমান মাঝপথে পরবে জ্যামে
প্রাচুর্যঘেরা স্বপ্ন দেখার টানে ছুটে যেয়ো না
এখুনি না ঘুমিয়ে পড়ে আরেকটু জেগে থাকো না?
প্লিজ,আরেকটু জেগে থাকো না?
এখুনি ঘুমিয়ে পড়ো না
জমা পড়ে আছে হাজারটা কথা
পেন্সিলে আঁকা নীল জোছনা দেখার পালা
মোমবাতি ছুতো খুঁজে ধরতে চাবে তোমায়
স্পর্শ পেলেই চেয়ে দেখবে অন্য রকম আমায়
আরেকটু জেগে থাকো না ?
প্লিজ,আরেকটু জেগে থাকো না?
বাকি পড়ে আছে হাজারটা গল্প
কূসুম রঙের সোনা গাছের পাতা ছেড়ার বিচার
হাওয়ায় উড়া রেলগাড়ির ফিকে হওয়া জুতো
কোমল ঠোঁটে মন পবন ডাকবে আরও কত
আরেকটু জেগে থাকো না?
প্লিজ, আরেকটু জেগে থাকো না?
জোনাকপোকারা আসবে ছায়ালোক হয়ে
ঢিলে-ঢালা জামায় বোবা বিষাদ ধুয়ে
দেয়ালে জমা ময়লার আত্না হয়ে
আসবে আলাদীনের দৈত্য মাথাটা নুয়ে
ঘুম রাজ্যের রাজপুত্রের ডাকে অ্যাটেনশান দিয়ো না
এখুনি না ঘুমিয়ে পড়ে আরেকটু জেগে থাকো না?
প্লিজ, আরেকটু জেগে থাকো না?
বাঁশবাগানের রচিত কাব্য ছদ্ম নামে
কাঠের সিপাহী পাঠিয়ে দিবে হলুদ খামে
চাঁদের বুড়ি রান্না পাকাবে তোমার নামে
গোপন অভিমান মাঝপথে পরবে জ্যামে
প্রাচুর্যঘেরা স্বপ্ন দেখার টানে ছুটে যেয়ো না
এখুনি না ঘুমিয়ে পড়ে আরেকটু জেগে থাকো না?
প্লিজ,আরেকটু জেগে থাকো না?
এখুনি ঘুমিয়ে পড়ো না
জমা পড়ে আছে হাজারটা কথা
পেন্সিলে আঁকা নীল জোছনা দেখার পালা
মোমবাতি ছুতো খুঁজে ধরতে চাবে তোমায়
স্পর্শ পেলেই চেয়ে দেখবে অন্য রকম আমায়
আরেকটু জেগে থাকো না ?
প্লিজ,আরেকটু জেগে থাকো না?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইসরাত রিতুল ১৫/১২/২০১৫ভালো লাগলো।
-
মাহাবুব ১৫/১২/২০১৫ভালো লাগল।
-
দেবাশীষ দিপন ১৪/১২/২০১৫বাঃ বেশ লাগলো।
-
জুনায়েদ বি রাহমান ১৪/১২/২০১৫ভালো হয়েছে।
-
নির্ঝর ১৪/১২/২০১৫খুব ভাল হয়েছে।
-
সীমা সান্যাল ১৪/১২/২০১৫ভালো হয়েছে।
-
আজিজুল হক ওয়াসিম ১৪/১২/২০১৫ভাল হয়েছে আপনার লেখা
-
দেবব্রত সান্যাল ১৪/১২/২০১৫আত্মা।
প্লীজ চলে , কিন্তু অন্য ইংরেজী শব্দ পরিহার করলেই ভালো হত।
স্বাগত !