www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবিশ্বাস

অবিশ্বাস! অবিশ্বাস!
আর অবিশ্বাস!

বলায় ভুল
শোনায় ভুল
করায় ভুল – দেখায় ভুল
আর সবশেষে নিজেই ভুল

বাকযন্ত্রে ভুল, গলার স্বরে ভুল, মগজে ভুল
সামনে-পেছনে, ডানে-বামে সর্বত্র শুধু ভুল আর ভুল
হাতে ভুল, পায়ে ভুল, ঠোঁটে ভুল, নখে ভুল
পায়ের গোড়ালিতে, পেটের ভেতরে, আগুনের ভেতরে শধু ভুল আর ভুল

রগে রগে ভুল
শিরায় শিরায় ভুল
ব্লেড-ফাঁসির দড়িতে ভুল

ভুলের চাদরে দেহ ঢাকা
ভুলের সাগরে ডুবে থাকা
বিশ্বাস আজ ভুলে ফাঁকা
ভুলের ভারে পৃথিবী বাঁকা

বিশ্বাসে ভুল
নিঃশ্বাসে ভুল
রক্তে-প্রস্রাবে ভুল

জন্মে ভুল, বেঁচে থাকায় ভুল
মরা’য় ভুল, অস্তিত্বে ভুল
ভালোবাসায় ভুল

মর্মে ভুল
কর্মে ভুল
স্পর্শে-স্নিগ্ধতায় ভুল

রোদের ভেতরে ভুল
ক্রোধের ভেতরে ভুল
অন্ধকারের ভেতরে ভুল
ভুলের ভেতরে আবার ভুল
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভুলে ভুলে ভুল জীবন সুন্দর লেখেছেন
  • ভূলে ভরা জীবন। দারুণ!
  • দারুন ! ভালো লাগলো । শুভেচ্ছা জানাই ।

    গোড়ালিতে>
  • সুন্দর লিখনি। ভাল লাগলো ।
 
Quantcast