www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবুঝ মন

বলতে গিয়ে বলতে পারি না
আবার না বলেও থাকতে পারি না,
কি যে হয়....
মনেতে লাগে ভীষণ ভয়৷
এ যে সইতে পারি না...
কি করি,থাকতেও পারি না৷
বলবো বলবো বলেও আমি,
বলতে পারি না!
কোন দ্বিধা কাজ করে
বুঝে উঠতে পারি না৷
দেখিতে থাকি আমি তোমায় সারাক্ষন
কখন যে হারিয়েছি, এ অবুঝ মন৷
তোমায় সামনে পেলে
নতুন এক জগৎ মেলে ৷
সামনে হারা হলে
যেন আকাশ ভেঙ্গে পড়ে ৷
স্বপ্নে আসো তুমি কিছুক্ষণ
তারপরই তো একাকী হয় সারাক্ষন ৷



#সংক্ষিপ্ত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast