www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এ কোন সমাজ

জানি নাকো কোথায় এলাম আজ
এ সমাজের নেই যে কোনো কাজ৷
হিংসা বিদ্বেষ,মারামারিতে
কুৎসিতে ভরা রাজনীতিতে ৷
যেথায় দেখি সেথায় চলে
আইন আজ যে টাকায় মেলে৷
ঝরে চলে রক্ত হয়ে অশ্রুধারা
নেতাজিকে আজ মেরেছে তারা৷
অন্ধ কালা তারা সবে সেজে
যেন থাকে না তারা এ সমাজে৷
ক্ষমতাকে আজ করে হাতিয়ার
সেই ক্ষমতায় চালায় শত অবিচার ৷
ব্যাথা বেদনায় কেঁদে ভাঁসে
এটা নিয়েও কতো মস্করাতে বসে৷
হায়রে মানুষ রে হায়
কোথায় গেছিস রে তুই ভায়৷
মনুষ্যত্বকে রাখিলি না আর
রাখিলি কেবলই অন্যায় ব্যভিচার ৷
সত্য আজ গেছে ডুবে, মিথ্যার কবলে
অন্যায় -অত্যাচারে মনুষ্যত্ব মাটির কবরে ৷
অপরের কান্না যেন আজ বড়ো মিঠা
ক্ষমতা আছে, আজ দেখাব সেটা ৷
এ কলঙ্কিত সমাজ আমার গর্ব
ক্ষমতায়, তাই আরো কলঙ্কিত করবো

                                   #সংক্ষিপ্তাংশ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এটা অবক্ষয়ের সময়।
  • আলম সারওয়ার ২৩/০৫/২০১৭
    দারুন ।শুভেচ্ছা জানবেন।
  • সাঁঝের তারা ২৩/০৫/২০১৭
    সত্য সত্যি ডুবে গিয়েছে। ভাল ...
 
Quantcast