www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সংস্কার আওয়াজ

হুংকার ঝংকার কর সব একাকার,
নিয়ে যাবে বহুদূর, স্রষ্টার কারাগার।

হায়নার তুচ্ছ দরবার, ছিল প্রভু কবেকার!
উচ্ছেদ কর সব, অশ্লীল ভন্ডের কারবার ।

সত্যের হুংকার,দিয়ে যা সংস্কারের ঝংকার,
নিরবে মানব না প্রহার, উৎপাত মিথ্যার।

চলো সব করি বধ,অন্ধকারের বিকৃতমনা প্রাণ,
জীবন্ত পাথরের চিৎকার, করি আজ অবসান।

হঠাৎ গড়ে ওঠা ইমারত, দুর্নীতির পাহাড়,
চক্ষু মেলিয়া দেখ, হবে মূল উৎখাত তার ।


আমি কার, কে আমার, চেনার নাই উপায়,
হায়, খানিক ভেবে সত্যিই ক্লান্ত হয়ে যাই।

মুখোশের আগোচরে,ঘটছে ধ্বংস বারবার,
রুখে দিচ্ছে, সদ্য জন্ম নেওয়া শিশুর চিৎকার।

সমাজের কি হলো! কারো শক্তি নেই দমাবার,
অন্যায়ের প্রেতে, কুলুষিত আজ স্নায়ুতন্ত্র সবার।

সব ভান,ভন্ডের সাজ,আগামীর ধ্বংসের বাজ,
প্রতিনিয়তই করছে রক্তাক্ত পুতপবিত্র সমাজ।

ওরা স্বাধীনতার পরিপন্থী, নষ্ট-মস্তিষ্কের রাজ,
স্বার্থ হাসিলের জন্যে,সাময়িক তুলে আওয়াজ।

নাগরিক সাজে, দেশদ্রোহীর উৎপাত-দ্বন্দ্ব,
ওরা সত্যিই মন্দ, চাটুকারিতার দুর্গ-ছন্দ।

ভেবে ভুল কর না, সাধু মানেই সাধু না,
সাধনা-তীর্থের ' স ' টুকুও তারা জানে না।

তারা দুরাত্মার বুদবুদ,বুঝেনা অন্যায়-ন্যায়,
স্বার্থ উদ্ধারে পারদর্শী, করে জনগণের ব্যয়।

ওরা ভন্ড মুখোশধারী, নষ্টের নষ্টামি সাজ,
দেশের শত্রু, দশের শত্রু, করে যাচ্ছে অকাজ।

হুংকার ঝংকার, তুলে কর একাকার,
নিয়ে যাব সব, সৃষ্টির স্রষ্টার কারাগার।

মিথ্যা জয়কার ছিল না, বীরের চিৎকার,
উচ্ছেদ কর সব, দালালের মিথ্যা কারবার।

'তোলো আওয়াজ', প্রকৃত বীরের কাজ,
গড়ব সব, শান্তি-নিঃশ্বাস কলরব,আবার।




২৯ অক্টোবর,২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ তো!
    ব্লগে স্বাগতম।
  • খুব সুন্দর লেখনী
  • অনবদ্য! ভালো থাকুন সবসময়। অনন্ত শুভেচ্ছা রইলো।
 
Quantcast