www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সম্মতির অপেক্ষা

মেঘের আড়ালে তুমি,
হঠাৎ নির্বাসন মুহূর্তে।
বিস্তৃত এই আকাশ, সম্মতির অপেক্ষায়
কালো মেঘের আড়ালে,
তুমি এসে দাঁড়ালে,
পুনর্বার দেখবো তোমায় আমি।

প্রকৃতি নিয়ন্ত্রণের দাবিতে,সভ্যতার নির্বাসন ;
ফাগুন অহংকারে হারায়,সম্মতির অপেক্ষায়।

হঠাৎ নির্বাসন মুহূর্তে,
আর্তনাদ,অন্ধকার, সূর্য নেই,
হৃদয়ে আলো নেই,
ভয় মনটা জুড়ে,সম্মতির অপেক্ষায়৷

প্রভাত রৌদ্রের ঝিলিকে তুমি,
মুখ তুলে তাকালে।
উত্তপ্ত অগ্নিকুণ্ড হঠাৎ শীতল,
তোমার অবসন্ন দৃষ্টিতে মায়ার প্রভা।

আমার পুলকিত মনে প্রণয়ের আভা,
চাঞ্চল্য সাজে, শুভদৃষ্টি;সম্মতির অপেক্ষা।

ভাষা নেই, কন্ঠ নিস্তব্ধ
চারিদিক অনেক সজ্জিত, লজ্জিত।

মুহুর্তে প্রস্থান ;আলোড়ন কাঁপুনি বুক জুড়ে
বলছি.. 'ভালবাসি তোমার হাত ধরে '।

মে, ২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast