প্রেমার্ত-প্রলাপ
তবে কেন তুমি দূরে
যেতেছ ক্রমশ সরে?
যেথা মোর তিল তরে
নাহি অপরাধ।
ধরে হাত বাঁচা নামে
কেন গেলে আজ থেমে?
ছিলোনা তো মোর প্রেমে
এতটুকু খাঁদ।
হায়, তব হৃদাকাশে
আমি ছিনু রবি বেশে,
কীভাবে ত্যাজিলে হেসে
আমারেই আজ?
কী করে পারিলে প্রিয়া?
আশায় মুড়ায়ে হিয়া
পলে যেতে সঁপে দিয়া
নিরাশার মাঝ?
আবেগের স্রোত-মুখে
টেনে এনে, ধরে রেখে,
আজ ঠিক কোন সুখে
নিজে বেখবর?
জীবনের মানে সাথে
পরিচিত করে প্রাতে,
দুপুরে তুলিলে হাতে
বুক ছেদী শর।
অপূর্ণ আমা পাশে
পূর্ণতা দিতে এসে,
শূণ্যতা মহাগ্রাসে
দিলে দ্বিধাহীন।
স্বপ্ন দেখার ভুলে
এ কেমন সাজা দিলে?
মরিতেছি তিলে তিলে
জ্বলে নিশিদিন।
যাও, পেলে সুখনদী,
সেথা ভাসো নিরবধি,
তবু ডাকে স্মৃতি যদি
মনের ভুলেও।
জেনে রেখো, আমি এথা
বুকে বেঁধে হারা ব্যথা
গুণিব সে স্মৃতি গাঁথা
মন ভাঙা ঢেউ।
#কার্তিক
১৪২১-বঙ্গাব্দ
যেতেছ ক্রমশ সরে?
যেথা মোর তিল তরে
নাহি অপরাধ।
ধরে হাত বাঁচা নামে
কেন গেলে আজ থেমে?
ছিলোনা তো মোর প্রেমে
এতটুকু খাঁদ।
হায়, তব হৃদাকাশে
আমি ছিনু রবি বেশে,
কীভাবে ত্যাজিলে হেসে
আমারেই আজ?
কী করে পারিলে প্রিয়া?
আশায় মুড়ায়ে হিয়া
পলে যেতে সঁপে দিয়া
নিরাশার মাঝ?
আবেগের স্রোত-মুখে
টেনে এনে, ধরে রেখে,
আজ ঠিক কোন সুখে
নিজে বেখবর?
জীবনের মানে সাথে
পরিচিত করে প্রাতে,
দুপুরে তুলিলে হাতে
বুক ছেদী শর।
অপূর্ণ আমা পাশে
পূর্ণতা দিতে এসে,
শূণ্যতা মহাগ্রাসে
দিলে দ্বিধাহীন।
স্বপ্ন দেখার ভুলে
এ কেমন সাজা দিলে?
মরিতেছি তিলে তিলে
জ্বলে নিশিদিন।
যাও, পেলে সুখনদী,
সেথা ভাসো নিরবধি,
তবু ডাকে স্মৃতি যদি
মনের ভুলেও।
জেনে রেখো, আমি এথা
বুকে বেঁধে হারা ব্যথা
গুণিব সে স্মৃতি গাঁথা
মন ভাঙা ঢেউ।
#কার্তিক
১৪২১-বঙ্গাব্দ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো ফয়সাল রহমান ২০/০২/২০১৫valo
-
জাহিদুর রহমান ০৬/০২/২০১৫চমৎকার, onak valo laglo
-
অ ০৫/০২/২০১৫খুব সুন্দর হয়েছে ।
শুভেচ্ছা রইল ।। -
আহমেদ দীন রুমি ০৪/০২/২০১৫অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় কবি।
-
সবুজ আহমেদ কক্স ০৩/০২/২০১৫স্বাগতম ............।
ভালো লাগলো.....................লিখা -
হাসান ইমতি ০৩/০২/২০১৫আসরে স্বাগতম, আরও ভালো লেখার প্রত্যাশা রইল
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/০২/২০১৫প্রথম লেখা। আসরে স্বাগতম। ভাষা গুলো আরো একটু উন্নতমানের হলে বেশী ভালো হয়। এমনি তে ভালো হয়েছে। শুভ কামনা রইলো। প্রকাশ করে দিলাম।