স্বপ্নের নির্বাসন
অস্তগামী সূর্যের ক্ষীণ আলো-আঁধারের নিমন্ত্রণ,
অজানা গন্তব্যে চলেছি বেশ খানিকটা পথ-
নিখোঁজের খোঁজে সর্বত্র ঘুরে হয়রান,
স্তব্ধ-নীরব গৃহতল,গৃহত্যাগীদের বিরামহীন চলা-
শঙ্কাহীন চোঁখ জোড়া-তিমিরের খোঁজে,
কারণে-অকারণে স্বপ্নোত্থিত,
ভদ্র সমাজে নিশাচর প্রাণীই-চোর!
খুদে মানুষের চলাফেরা সন্দেহজনক-
বাহারী সাজেও ঠাট্টা-গালমন্দ!
স্বপ্ন দেখা আমাদেরই অজুহাত-বিলিন হয়ে যায় সত্তা।
কোনো দেবালয়ে আশ্রিত সত্যই কি স্বপ্ন?
আমাদের ছোট্ট জীবনে বেঁচে থাকাই মহানন্দ-
ছাপ্পানো হাজার বর্গমাইলে কথা জমে আছে,
বুকের গহীনে আগুন জ্বলে-
আমাদের গুরুদের প্রভুপরায়ণে,স্বপ্নরা মূল্যহীন।
জ্ঞানের প্রথম পাঠে,
আমাদের হিংসার বাস,আর বিমুখতা স্বপ্নে!
রুচিহীন-রুটিহীন সমাজে,
আমাদের দেখা সবই ভুল-অকারণে,
স্বপ্নের নির্বাসন!
অজানা গন্তব্যে চলেছি বেশ খানিকটা পথ-
নিখোঁজের খোঁজে সর্বত্র ঘুরে হয়রান,
স্তব্ধ-নীরব গৃহতল,গৃহত্যাগীদের বিরামহীন চলা-
শঙ্কাহীন চোঁখ জোড়া-তিমিরের খোঁজে,
কারণে-অকারণে স্বপ্নোত্থিত,
ভদ্র সমাজে নিশাচর প্রাণীই-চোর!
খুদে মানুষের চলাফেরা সন্দেহজনক-
বাহারী সাজেও ঠাট্টা-গালমন্দ!
স্বপ্ন দেখা আমাদেরই অজুহাত-বিলিন হয়ে যায় সত্তা।
কোনো দেবালয়ে আশ্রিত সত্যই কি স্বপ্ন?
আমাদের ছোট্ট জীবনে বেঁচে থাকাই মহানন্দ-
ছাপ্পানো হাজার বর্গমাইলে কথা জমে আছে,
বুকের গহীনে আগুন জ্বলে-
আমাদের গুরুদের প্রভুপরায়ণে,স্বপ্নরা মূল্যহীন।
জ্ঞানের প্রথম পাঠে,
আমাদের হিংসার বাস,আর বিমুখতা স্বপ্নে!
রুচিহীন-রুটিহীন সমাজে,
আমাদের দেখা সবই ভুল-অকারণে,
স্বপ্নের নির্বাসন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১১/১১/২০২১ভালো অনুভব
-
জামাল উদ্দিন জীবন ১১/১১/২০২১নির্বাসনে নয় আলোকিত ভুবনে হক আগমন রাইলো এই নিমন্ত্রণ।