অবহেলা
শরীরের প্রতি বড্ড অবহেলা চলছে আজকাল,
খাওয়াতে রুচি নেই-
জ্বরে শরীরটা পুড়ছে বহুদিন ধরে,
মরণের ব্যামো বাসা বেঁধেছে গতরে মনে হয়।
প্রতিটা নিঃশ্বাসে চুক্তিভঙ্গ হয় স্বপ্নের সঙ্গে,
বেঁচে থাকার যত আয়োজন ছিলো-
আজ মরণেই যেন বাঁচি,অবহেলা!
প্রিয় মানুষ গুলো কাছে নেই,
কথা বলার মানুষটি পর্যন্ত মিশে গেছে মাটির বুকে।
চায়ের কাপে চুমুকে চুমুকে আর জমে না গল্প,
মতিয়ার,সকিনারা কে কোথায় খোঁজ নেই,
বৃদ্ধাশ্রমে হয়তো খোঁজ মিলবে কতক মানুষের-
ভালো নেই আজ তারা।
অবহেলা!
আমাদের বড়ো মানুষের কি দোষ?
বয়সটা নাকি বেঁচে থাকা?
কারো আর দোষ খুঁজি না,
নিয়তির শিকার মেনে নিয়েছি।
শরীরের প্রতি আরো অবহেলা চলতে থাকুক,
ঔষধের শিশিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অনাদরে,
কাজের মেয়ের ভুলেই খাওয়া হয় না,
আজ দুই-তিন দিন ধরে,
অবহেলা!
মরণের অপেক্ষা আছি আজ,
সমাদর রচিবে যত সাড়াহীন দেহটাকে ঘিরে,
হাজার মানুষের ভোজে শোক কীর্তন,
অবহেলিত থাকবে না বাঁশ দেওয়া কবর গৃহ,
মহামূল্যের পাথরে রচিবে নামখচিত স্মৃতিস্তম্ভ।
খাওয়াতে রুচি নেই-
জ্বরে শরীরটা পুড়ছে বহুদিন ধরে,
মরণের ব্যামো বাসা বেঁধেছে গতরে মনে হয়।
প্রতিটা নিঃশ্বাসে চুক্তিভঙ্গ হয় স্বপ্নের সঙ্গে,
বেঁচে থাকার যত আয়োজন ছিলো-
আজ মরণেই যেন বাঁচি,অবহেলা!
প্রিয় মানুষ গুলো কাছে নেই,
কথা বলার মানুষটি পর্যন্ত মিশে গেছে মাটির বুকে।
চায়ের কাপে চুমুকে চুমুকে আর জমে না গল্প,
মতিয়ার,সকিনারা কে কোথায় খোঁজ নেই,
বৃদ্ধাশ্রমে হয়তো খোঁজ মিলবে কতক মানুষের-
ভালো নেই আজ তারা।
অবহেলা!
আমাদের বড়ো মানুষের কি দোষ?
বয়সটা নাকি বেঁচে থাকা?
কারো আর দোষ খুঁজি না,
নিয়তির শিকার মেনে নিয়েছি।
শরীরের প্রতি আরো অবহেলা চলতে থাকুক,
ঔষধের শিশিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অনাদরে,
কাজের মেয়ের ভুলেই খাওয়া হয় না,
আজ দুই-তিন দিন ধরে,
অবহেলা!
মরণের অপেক্ষা আছি আজ,
সমাদর রচিবে যত সাড়াহীন দেহটাকে ঘিরে,
হাজার মানুষের ভোজে শোক কীর্তন,
অবহেলিত থাকবে না বাঁশ দেওয়া কবর গৃহ,
মহামূল্যের পাথরে রচিবে নামখচিত স্মৃতিস্তম্ভ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/১২/২০২১বেশ লাগল।
-
ফয়জুল মহী ০২/১২/২০২১সত্যি খুব সুন্দর পরিবেশ