আহমদ বিন নুরুল ইসলামের ব্লগ
একুশ এলে
একুশ এলে ভাষার প্রেমে
উথলে ওঠে মনটা,
হাওয়ায় ওড়ে রক্তে রাঙা
গোলাপ জবের ঘ্রাণটা ।
একুশ এলে মায়ের মুখে
শুনি ভাষার গল্প,
গল্প নয় রে,সত্যি এ তো
সপ্নপুরীর কল্প !
একুশ এলে বিশ্ব বোঝে
বীর বাঙালির দানটা,
কেমন করে রাখল তারা
মায়ের ভাষার মানটা ।
একুশ এলে শহীদদেরকে
জানাই সালাম-অর্ঘ্য,
বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা আমার স্বর্গ ।
একুশ এলে ভাষার প্রেমে
উথলে ওঠে মনটা,
হাওয়ায় ওড়ে রক্তে রাঙা
গোলাপ জবের ঘ্রাণটা ।
একুশ এলে মায়ের মুখে
শুনি ভাষার গল্প,
গল্প নয় রে,সত্যি এ তো
সপ্নপুরীর কল্প !
একুশ এলে বিশ্ব বোঝে
বীর বাঙালির দানটা,
কেমন করে রাখল তারা
মায়ের ভাষার মানটা ।
একুশ এলে শহীদদেরকে
জানাই সালাম-অর্ঘ্য,
বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা আমার স্বর্গ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রহিমুল্লাহ শরিফ ২৬/০১/২০১৪অসাধারণ ছন্দ ৷ আমি ইর্ষান্বিত হয় ৷
-
মুনিরুল্লাহ রাইয়ান ২৪/০১/২০১৪চমৎকার... খুবই সুন্দর!!
অনেক অনেক দোয়াও শুভ কামনা রইলো.