ফ্রিডম অ্যাট মিডনায়ট
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির বাজারে এসে গেল আমুলের ল্যাক্টোজ বর্জিত সহজপাচ্য দুধ। প্রতি একশ' জনের মধ্যে পঁয়ষট্টি জন মানুষই ল্যাক্টোজ অসহিষ্ণুতায় কষ্ট পান এই পৃথিবীতে। প্রসঙ্গত: উল্লেখ্য যে আমুল বিশ্বের বৃহত্তম দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের প্রস্তুতকারক এবং এর রেভিন্যু 3.4 বিলিয়ন মার্কিন ডলার ( 2014 - 15 )। উপমহাদেশের প্রথম মিল্ক এটিএম স্থাপনের কৃতিত্বও আমুলের। এক কার্টন ( 250 মিলি ) দুধের দাম পড়বে 25 টাকা। গরম করার ঝামেলাও নেই। ক্যাপ খুলে টেট্রাপ্যাক থেকে গলায় ঢেলে নিলেই হবে। সুপারমার্কেটের পাশাপাশি অ্যামাজনের মতো অনলায়ন মার্কেটপ্লেসেও পাওয়া যাচ্ছে।
আমুল হেডকোয়ার্টার্স - গুজরাত
আমুল মিল্ক এটিএম
আমুল হেডকোয়ার্টার্স - গুজরাত
আমুল মিল্ক এটিএম
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ২২/০৫/২০১৬ভালতো
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২২/০৫/২০১৬দারুন!!!