প্যাসপোর্ট সঙ্ক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি
আগামী 25-এ নভেম্বর থেকে সমস্ত প্রকার ওল' স্কুল ( হ্যান'-রিটন ) প্যাসপোর্ট নিষিদ্ধ হবে আয়ক্যাও ( ইন্টারন্যাশ্ন্যাল সিভিল এভিয়েশ্ন অর্গানায়জেশ্ন ) সনদের নির্দেশ অনুযায়ী। শুধু মাত্র বায়োমেট্রিক চিপ-এনেব্লড প্যাসপোর্ট দ্বারাই ভ্রমণ করা যাবে। হাতে-লেখা ম্যানুয়্যাল প্যাসপোর্টটি বদলে মেশিন-রিডেব্ল করতে অতি স্বত্বর নিকটস্থ সরকারী কার্যালয়ে অথবা কন্সুলেটে যোগাযোগ করুন। এই নির্দেশ লঙ্ঘন করলে আন্তর্জাতিক নিয়মানুযাী আপনাকে পরবর্তী বিমানে নিজের দেশে ফেরত পাঠানো হবে এমনকি হাজতবাস করতেও হতে পারে বিদেশের মাটিতে। এই নির্দেশনামা প্রতিটি আয়ক্যাও সদস্য দেশের ক্ষেত্রেই প্রয়োজ্য।
নিচের লিঙ্কে এক বার ঢুঁ মেরে দেখে নিন কোন কোন দেশের নাগরিকদের ক্ষেত্রে এই নির্দেশনামা বলবৎ হবে!
http://www.icao.int/MemberStates/Member%20States.English.pdf
নিচের লিঙ্কে এক বার ঢুঁ মেরে দেখে নিন কোন কোন দেশের নাগরিকদের ক্ষেত্রে এই নির্দেশনামা বলবৎ হবে!
http://www.icao.int/MemberStates/Member%20States.English.pdf
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমরেশ সুবোধ পড়্যা ২৮/১০/২০১৫অত্যন্ত দরকারি খবর
-
এইচ আই হাবীব ২৪/১০/২০১৫হুম