বুদ্ধ হেসেছেন
মোটর-রেসিংপ্রেমীদের জন্যে সুখবর! আর ইউরোপ-আমেরিকা ছুটতে হবে না। দিল্লী সংলগ্ন গ্রেটার নয়ডা শহরে ফর্মুলা ওয়ানের ষাটষট্টিতম সার্কিটটি উন্মুক্ত করা হয় 2011 সালে এবং ভগবান তথাগতকে উৎসর্গ করা হয়। চারশত মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই সার্কিটটির নাম রাখা হয় বুদ্ধ আন্তর্জাতিক সার্কিট। বিশ্ববিখ্যাত ডিজাইনার হার্ম্যান টাইলকে এটিকে ক্লকওয়াইজ রেসিং সার্কিট রূপে নির্মান করেন। এখনো পর্যন্ত মোট তিনটি রেস অনুষ্ঠিত হয়েছে এখানে।
তথ্যসূত্র : http://buddhinternationalcircuit.in/
( সমস্ত চিত্রের স্বত্ব সংশ্লিষ্ট ব্যক্তিদের। )
তথ্যসূত্র : http://buddhinternationalcircuit.in/
( সমস্ত চিত্রের স্বত্ব সংশ্লিষ্ট ব্যক্তিদের। )
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদুর রহমান ০৬/০২/২০১৫Nice pic
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০১/২০১৫নাইস ইনফরমেশন। অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা রইলো।
-
সবুজ আহমেদ কক্স ২০/০১/২০১৫দারুণ ছবি ।ভাল লাগলো