স্মৃতি
দিনগুলি লিখা আজও স্মৃতির খাতায়,
বারবার উকি দেয় মন অতীতে,
যেন বসে আছি ঘাসময় পতিতে,
একে একে কড়া নাড়ে প্রতিটা পাতায়।
যখন এসেছিলো প্রেমের প্রভাত,
আকাশও হেসেছিলো খুসিতে,
হৃদয় দুলিত তার মুচকি হাসিতে,
তবুও সয়েছে জীবন অনেক আঘাত।
স্মৃতি তাই আজও জেগে হৃদয় মাঝে,
অপেক্ষা আগামির নতুন দিনের,
আওয়াজ আসিবে কানে সুখের বীণের,
সাজিবে জীবন সুখের স্বর্ণ সাজে।
বারবার উকি দেয় মন অতীতে,
যেন বসে আছি ঘাসময় পতিতে,
একে একে কড়া নাড়ে প্রতিটা পাতায়।
যখন এসেছিলো প্রেমের প্রভাত,
আকাশও হেসেছিলো খুসিতে,
হৃদয় দুলিত তার মুচকি হাসিতে,
তবুও সয়েছে জীবন অনেক আঘাত।
স্মৃতি তাই আজও জেগে হৃদয় মাঝে,
অপেক্ষা আগামির নতুন দিনের,
আওয়াজ আসিবে কানে সুখের বীণের,
সাজিবে জীবন সুখের স্বর্ণ সাজে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজুয়ান আহমেদ রোহান ২৬/১২/২০২১বিস্ময়ের বহিঃপ্রকাশ
-
অমিতাভ স্বর্ণকার ১৩/০৮/২০২০খুব ভালো লাগল কবিতা পরে, অল্প কথায় সুন্দর প্রকাল।
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৮/২০২০সুন্দর স্মৃতিময় কবিতা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৮/২০২০very Good.
-
Md. Jahangir Hossain ১২/০৮/২০২০স্মৃতি হা্ঁসায় আবার ভাবায়।
-
আব্দুর রহমান আনসারী ১২/০৮/২০২০স্মৃতি স্মৃতিই। একরাশ মুগ্ধতা
-
ফয়জুল মহী ১১/০৮/২০২০Fantastic post