উদ্যম
ব্যর্থতাকে ব্যঙ্গ করে জীবন নৌকোর পাল
টাঙাতে হবে,ভয় নয় হবে জয় দুরাশার মেঘ
একদিন কাটবেই।
আশায় জীবন হতাশা নয় হাল ধরা চাই
কঠোর হস্তে সুফল আসবেই।
দুর্বার গতিতে দিতে হবে পাড়ি কঠিন পথ
বুকে হাত রেখে আজ করে নাও শপথ ।
ব্যঘ্র বলে যদি হয় বলিয়ান হৃদয়,
ডিঙ্গি নৌকায় সমুদ্র পাড়ি দেওয়াও
অসম্ভব কিছুনয়।
নব উদ্যমে সাজিয়ে নিতে হবে নিজের জীবন,
দূর্গম পথে চলতে হবে যতক্ষণ না আসে
সফলতার সূর্যকিরণ।
টাঙাতে হবে,ভয় নয় হবে জয় দুরাশার মেঘ
একদিন কাটবেই।
আশায় জীবন হতাশা নয় হাল ধরা চাই
কঠোর হস্তে সুফল আসবেই।
দুর্বার গতিতে দিতে হবে পাড়ি কঠিন পথ
বুকে হাত রেখে আজ করে নাও শপথ ।
ব্যঘ্র বলে যদি হয় বলিয়ান হৃদয়,
ডিঙ্গি নৌকায় সমুদ্র পাড়ি দেওয়াও
অসম্ভব কিছুনয়।
নব উদ্যমে সাজিয়ে নিতে হবে নিজের জীবন,
দূর্গম পথে চলতে হবে যতক্ষণ না আসে
সফলতার সূর্যকিরণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজুয়ান আহমেদ রোহান ২৬/১২/২০২১অনুপ্রেরণামূলক!!
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২১/০৫/২০২০বাহ্ কি মনোমুগ্ধকর লেখা
-
কে এম শাহ্ রিয়ার ১৬/০৫/২০২০চমৎকার!
-
পি পি আলী আকবর ১৬/০৫/২০২০বেশ
-
ফয়জুল মহী ১৫/০৫/২০২০বেশ লিখেছেন।