সওয়াল
অপেক্ষায় আছি, কোনও ধূর্ত রাজনীতিক কিংবা কট্টর নারীবাদী দাবি তুলবে: শীঘ্র বোনফোটা চালু করতে হবে। আমাদের সমাজে এমন একতরফা প্রথা চলতে পারে না!
অন্য দিকে সমীক্ষা সাক্ষী দিতে কসুর করবে না, শিশুকন্যা পণ্যায়নে বিশ্বের প্রধান কেন্দ্রস্থল ভারত!
৪০,০০০ শিশুকন্যা পাচার করা হয় প্রতি বছর ভারত থেকে।
প্রতি ৮ মিনিটে একটি শিশুকন্যা নিখোঁজ হয়ে যায়। হ্যাঁ, আমাদের ভারতে!
অন্য দিকে সমীক্ষা সাক্ষী দিতে কসুর করবে না, শিশুকন্যা পণ্যায়নে বিশ্বের প্রধান কেন্দ্রস্থল ভারত!
৪০,০০০ শিশুকন্যা পাচার করা হয় প্রতি বছর ভারত থেকে।
প্রতি ৮ মিনিটে একটি শিশুকন্যা নিখোঁজ হয়ে যায়। হ্যাঁ, আমাদের ভারতে!
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭দারুণ দারুণ.
-
সোলাইমান ২৬/১০/২০১৭শুভ কামনা রইল প্রিয় কবি।।।।।
-
মুনশি আফতাব আহমাদ ২৫/১০/২০১৭আর লেখা প্রকাশ করতে পারছি না কেন? অপশন পাচ্ছি না।
-
রায়হান আজিজ ২৫/১০/২০১৭বেদনা
-
শাহজাদা আল হাবীব ২৫/১০/২০১৭দুঃখজনক।
-
কামরুজ্জামান সাদ ২৫/১০/২০১৭মর্মান্তিক
-
দীপঙ্কর বেরা ২৩/১০/২০১৭ভাবনার কথা
-
আজাদ আলী ২৩/১০/২০১৭Good