ভালবাসি অন্ধকার
অন্ধকারটা কেবলই বিষাদের ;
বালিশে মুখ গুজে থাকা চাপা আর্তনাদের,
কিংবা সবার অলক্ষ্যে গড়িয়ে পরা
দু'ফোটা চোখের জলের।
যারা সত্যিকারের ভালোবাসতে জেনেছে
অন্ধকারটা কেবলই তাদের।
অন্ধকারটা মোবাইল হাতে বসে থাকা
সেই তরুণ প্রেমিকের
কয়েক শব্দের আগোছালো ছোট্ট একটা
মেসেজের অপেক্ষায়;
অন্ধকারটা কি তার নয়?
কিংবা সেই বিরহী কবির?
যে ভালোবাসার কথা লিখে
খুব একেলা! অন্ধকারে?
যার কবিতার লাইন কাব্যিক রুপে চলে যায় অন্ধকারে!
তার লাইনগুলো কেমন হয়?
"তোমার কোমল হাত,কোকিল কন্ঠ
আমায় ফেরাতে ডাকেনি!
মুখ ফুটে বলোনি ,"আমার ভুল হয়েছে!"
কিংবা শাসন করোনি;
"সব দোষ তোমার" বলে!
শুধু নীরব স্তব্ধতা মিশে ছিলো
তোমার দুই ঠোটে! "
অন্ধকারটা কি এই হতভাগ্য কবির নয়?
অন্ধকারে আমি নীরব রই
সকল দুঃখ মুখ বুজে সই!
স্বপ্ন দেখি,গড়ি ,ভাঙি আর
শুধু ভালবাসি অন্ধকার।
[আফরান
২৬শে জুলাই ২০১৫
রাত কিংবা ভোর ৩টা বেজে ১১ মিনিট ]
বালিশে মুখ গুজে থাকা চাপা আর্তনাদের,
কিংবা সবার অলক্ষ্যে গড়িয়ে পরা
দু'ফোটা চোখের জলের।
যারা সত্যিকারের ভালোবাসতে জেনেছে
অন্ধকারটা কেবলই তাদের।
অন্ধকারটা মোবাইল হাতে বসে থাকা
সেই তরুণ প্রেমিকের
কয়েক শব্দের আগোছালো ছোট্ট একটা
মেসেজের অপেক্ষায়;
অন্ধকারটা কি তার নয়?
কিংবা সেই বিরহী কবির?
যে ভালোবাসার কথা লিখে
খুব একেলা! অন্ধকারে?
যার কবিতার লাইন কাব্যিক রুপে চলে যায় অন্ধকারে!
তার লাইনগুলো কেমন হয়?
"তোমার কোমল হাত,কোকিল কন্ঠ
আমায় ফেরাতে ডাকেনি!
মুখ ফুটে বলোনি ,"আমার ভুল হয়েছে!"
কিংবা শাসন করোনি;
"সব দোষ তোমার" বলে!
শুধু নীরব স্তব্ধতা মিশে ছিলো
তোমার দুই ঠোটে! "
অন্ধকারটা কি এই হতভাগ্য কবির নয়?
অন্ধকারে আমি নীরব রই
সকল দুঃখ মুখ বুজে সই!
স্বপ্ন দেখি,গড়ি ,ভাঙি আর
শুধু ভালবাসি অন্ধকার।
[আফরান
২৬শে জুলাই ২০১৫
রাত কিংবা ভোর ৩টা বেজে ১১ মিনিট ]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাধীন আমিনুল ইসলাম ০৮/০৮/২০১৫একটা গভীর ভাব রয়েছে কবিতায়।
-
মোঃ নাজমুল হাসান ০৮/০৮/২০১৫সুন্দর লেখেছেন...।
-
দ্বীপ সরকার ০৭/০৮/২০১৫সুন্দর ও অনবদ্য লেখনি।
-
মোঃ আতাউর রহমান ০৭/০৮/২০১৫ভালো লাগলো।
-
জহরলাল মজুমদার ০৭/০৮/২০১৫অন্ধকার
-
শাহাদাত হোসেন রাতুল ০৬/০৮/২০১৫besh Valo laglo
-
সবুজ আহমেদ কক্স ০৬/০৮/২০১৫দারুন সুন্দর
-
মোঃ আতাউর রহমান ০৫/০৮/২০১৫দারুণ!!!
-
শ্রীতরুণ গিরি ০৫/০৮/২০১৫ভালোই লাগল।