ফুল চুরি এবং অন্যান্য
তুমি কি আমাকে ভালোবাস?
কত সুন্দর প্রশ্ন সে করে গেল আমায়
বলে গেল,"১২টা ১মিনিটে
ফুল হাতে হাজির থাকবে আমার বাসায়।"
সাড়ে এগারোটা বাজে
গেলাম ফুল কিনতে
কিন্তু দোকানীটা বাজে।
আরে ভাই দাম রাখবেন ভালোকথা
তাইবলে এত্তদাম কে?
হাসিমুখে বলে সে
কাল যে ভেলেন্টাইন্স ডে!
তাইবলে এত দাম?
এটা কি জিনসহ ঘোড়া?
পাঁচশ টাকা নাকি এই
ছোট্ট গোলাপ জোড়া!
কি আর করা?
হাটা ধরলাম প্রিয়ার বাড়ি
কিনে গোলাপ জোড়া।
তিন লোকে ধরল পথে
বলে,"যা আছে তোর
সবকিছু দিয়ে দে
করার আগে জোর।"
বাকি রেখো গেন্জি-প্যান্ট-ফুল আর ফোন
নিয়ে যাও সব
প্রিয়ার বাড়ি যাচ্ছি আমি
করবনা কলরব।
বেচারাগুলো বড্ড ভালো
হয়তো ছেকাখোর
গেন্জি-প্যান্ট-ফুল আর মোবাইল বাদে
সব নিয়ে গেল মোর।
মেসেজ দিলাম ছাদে আসতে
উঠলাম গিয়ে ছাদে
মোবাইলে হঠাত্ রিং এলো
দোস্ত,"হ্যাপি ভেলেন্টাইন্স ডে!"
চায়না ফোন বাজে বেশি
নিচে গেল শোর
লাঠি হাতে উঠে এল
প্রিয়ার বাবা মোর।
এখানে কি করছ?
কে তুমি হে?
আরও কত কি যেন
কি চায় এখানে?
চিত্কার দিলেন তিনি,"ওরে
দড়ি আন দড়ি
ধরল শেষে তিনি আমায়
দোষ ফুল চুরি!"
এত সাধের বাগান তার
ছিড়েছি দুই ফুল!
গাছ নাকি তার আপনজন
সন্তান সমতুল!
আমি বলি,ভুল হয়েছে
শুধুই রেষারেষি
চুরির দায়ে সব চোর মার খেয়েছে
আমি তাদের চেয়ে একটু বেশি।
পরদিন ছোট ভাই
হাতে অনেক লজেন্স
আমার কাছে এসে বলে
"এনেছি তোমার সন্দেশ!"
চিঠিখানা খুলে দেখি
লেখা,"তুমি একটা চোর
অপর পৃষ্ঠায় দ্রষ্টব্যে
আমার মন চোর!!!"
কত সুন্দর প্রশ্ন সে করে গেল আমায়
বলে গেল,"১২টা ১মিনিটে
ফুল হাতে হাজির থাকবে আমার বাসায়।"
সাড়ে এগারোটা বাজে
গেলাম ফুল কিনতে
কিন্তু দোকানীটা বাজে।
আরে ভাই দাম রাখবেন ভালোকথা
তাইবলে এত্তদাম কে?
হাসিমুখে বলে সে
কাল যে ভেলেন্টাইন্স ডে!
তাইবলে এত দাম?
এটা কি জিনসহ ঘোড়া?
পাঁচশ টাকা নাকি এই
ছোট্ট গোলাপ জোড়া!
কি আর করা?
হাটা ধরলাম প্রিয়ার বাড়ি
কিনে গোলাপ জোড়া।
তিন লোকে ধরল পথে
বলে,"যা আছে তোর
সবকিছু দিয়ে দে
করার আগে জোর।"
বাকি রেখো গেন্জি-প্যান্ট-ফুল আর ফোন
নিয়ে যাও সব
প্রিয়ার বাড়ি যাচ্ছি আমি
করবনা কলরব।
বেচারাগুলো বড্ড ভালো
হয়তো ছেকাখোর
গেন্জি-প্যান্ট-ফুল আর মোবাইল বাদে
সব নিয়ে গেল মোর।
মেসেজ দিলাম ছাদে আসতে
উঠলাম গিয়ে ছাদে
মোবাইলে হঠাত্ রিং এলো
দোস্ত,"হ্যাপি ভেলেন্টাইন্স ডে!"
চায়না ফোন বাজে বেশি
নিচে গেল শোর
লাঠি হাতে উঠে এল
প্রিয়ার বাবা মোর।
এখানে কি করছ?
কে তুমি হে?
আরও কত কি যেন
কি চায় এখানে?
চিত্কার দিলেন তিনি,"ওরে
দড়ি আন দড়ি
ধরল শেষে তিনি আমায়
দোষ ফুল চুরি!"
এত সাধের বাগান তার
ছিড়েছি দুই ফুল!
গাছ নাকি তার আপনজন
সন্তান সমতুল!
আমি বলি,ভুল হয়েছে
শুধুই রেষারেষি
চুরির দায়ে সব চোর মার খেয়েছে
আমি তাদের চেয়ে একটু বেশি।
পরদিন ছোট ভাই
হাতে অনেক লজেন্স
আমার কাছে এসে বলে
"এনেছি তোমার সন্দেশ!"
চিঠিখানা খুলে দেখি
লেখা,"তুমি একটা চোর
অপর পৃষ্ঠায় দ্রষ্টব্যে
আমার মন চোর!!!"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহেদুল ইসলাম ( চাটগাঁও) ৩১/১০/২০১৪চোর, বেচারা।
-
স্বপন শর্মা ১০/১০/২০১৪অনেক ভালো লাগল...
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১০/১০/২০১৪বাহ ভালো তো.............
-
পিয়ালী দত্ত ০৮/১০/২০১৪খুব ভাল লাগল
-
জহির খান ০৮/১০/২০১৪কবিতা টা খুব সুন্দর হয়ছে ...............
-
মনিরুজ্জামান শুভ্র ০৮/১০/২০১৪চমৎকার কবিতা ...। ভাল লাগলো ।