অদ্ভুত প্রেম
অসহ্য গরম!
সূর্যের তির্যক রশ্মি
এক প্রেমিক যুগলকে
আলাদা করায় ব্যস্ত!
ভুল বলেছি!
এক নয়
এযে হাজার প্রেমিক যুগল!
সূর্যের তপ্ত রশ্মি
এক একটা যুগলের
মধ্যকার দূরত্বটুকু বাড়িয়ে দিচ্ছে।
তাদের মনে এক
অকৃত্রিম যন্ত্রনা।
আপনার হতে দূরে যাওয়ার
তীব্র যাতনা।
তাদের ভালবাসা উড়ে চলছে
আকাশের দিকে
তাদের মনে একটু
আশা ফিকে-
যদি ঐখানে অন্তত
তাদের মিলন হয়!
আশাটুকু তাদের হল পূরণ
সূর্য রশ্মি দিতে পারল না মরন!
তারা এক হল আবার;
আগের চাইতে দৃঢ় বন্ধনে
পূর্বের থেকেও
বেশী শক্তিশালী ভালবাসার বন্ধনে।
অতি পিরিতের বেশি
জ্বালার মতই
তাদের জীবনে
এক দীর্ঘ সময়ের ব্যবধানে
নেমে এল ট্রাজেডি।
তাদের মধ্যে এক তুমুল ঝগড়া;
তাদের উগ্র চিত্কারে,
উগ্র গর্জনে
কেপে উঠে প্রকৃতি আর
শিশু,পশুপাখি,বেডা কিংবা বেডি!
তাদের মত প্রেমিকের
এ ঝগড়া দেখে
স্তব্ধ প্রকৃতি
এক অজানা উদ্দেশ্যে গম্ভীর।
তারপর মধ্যস্থতা;
তারা ভাবল,
আগের মত একে অপরের
হাত ধরে নেমে আসবে
পৃথিবির বুকে;
ঠিক আগে যতটুকু
ভালবাসা ছিল তাদের মনে
ঠিক ততটুকুই নিয়ে।
ঝুম করে তারা
নেমে পড়ল পৃথিবীতে;
তাদের ভালবাসার পূণর্মিলনিতে
মেতে উঠেছে মানুষ এবং প্রকৃতি।
এখনও যাদের মধ্যে
মধ্যস্থতা হয়নি,
তারা করছে গর্জন!
তাদের কেউ আলাদা করতে পারেনি,
পারবে না;
তারা নয়তো হেন তেন
তারা অক্সিজেন এবং হাইড্রোজেন!!
তাদের এই ভালবাসার পূণর্মিলনীতে
মেতে উঠেছে সৃষ্টি,
আমি পেয়েছি আলস্যভরা আনন্দমুখর সময়
তারা একে অপরে মিলে বৃষ্টি!!
সূর্যের তির্যক রশ্মি
এক প্রেমিক যুগলকে
আলাদা করায় ব্যস্ত!
ভুল বলেছি!
এক নয়
এযে হাজার প্রেমিক যুগল!
সূর্যের তপ্ত রশ্মি
এক একটা যুগলের
মধ্যকার দূরত্বটুকু বাড়িয়ে দিচ্ছে।
তাদের মনে এক
অকৃত্রিম যন্ত্রনা।
আপনার হতে দূরে যাওয়ার
তীব্র যাতনা।
তাদের ভালবাসা উড়ে চলছে
আকাশের দিকে
তাদের মনে একটু
আশা ফিকে-
যদি ঐখানে অন্তত
তাদের মিলন হয়!
আশাটুকু তাদের হল পূরণ
সূর্য রশ্মি দিতে পারল না মরন!
তারা এক হল আবার;
আগের চাইতে দৃঢ় বন্ধনে
পূর্বের থেকেও
বেশী শক্তিশালী ভালবাসার বন্ধনে।
অতি পিরিতের বেশি
জ্বালার মতই
তাদের জীবনে
এক দীর্ঘ সময়ের ব্যবধানে
নেমে এল ট্রাজেডি।
তাদের মধ্যে এক তুমুল ঝগড়া;
তাদের উগ্র চিত্কারে,
উগ্র গর্জনে
কেপে উঠে প্রকৃতি আর
শিশু,পশুপাখি,বেডা কিংবা বেডি!
তাদের মত প্রেমিকের
এ ঝগড়া দেখে
স্তব্ধ প্রকৃতি
এক অজানা উদ্দেশ্যে গম্ভীর।
তারপর মধ্যস্থতা;
তারা ভাবল,
আগের মত একে অপরের
হাত ধরে নেমে আসবে
পৃথিবির বুকে;
ঠিক আগে যতটুকু
ভালবাসা ছিল তাদের মনে
ঠিক ততটুকুই নিয়ে।
ঝুম করে তারা
নেমে পড়ল পৃথিবীতে;
তাদের ভালবাসার পূণর্মিলনিতে
মেতে উঠেছে মানুষ এবং প্রকৃতি।
এখনও যাদের মধ্যে
মধ্যস্থতা হয়নি,
তারা করছে গর্জন!
তাদের কেউ আলাদা করতে পারেনি,
পারবে না;
তারা নয়তো হেন তেন
তারা অক্সিজেন এবং হাইড্রোজেন!!
তাদের এই ভালবাসার পূণর্মিলনীতে
মেতে উঠেছে সৃষ্টি,
আমি পেয়েছি আলস্যভরা আনন্দমুখর সময়
তারা একে অপরে মিলে বৃষ্টি!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১০/১০/২০১৪চালিয়ে যান।
-
সফিউল্লাহ আনসারী ০৬/১০/২০১৪খুব ভাল !
-
স্বপন রোজারিও(১) ০৫/১০/২০১৪সুন্দর
-
মনিরুজ্জামান শুভ্র ০৫/১০/২০১৪ভাল লাগলো।
-
স্বপন শর্মা ০৫/১০/২০১৪অসাধারন
-
শুন্য আহমেদ ০৫/১০/২০১৪চমৎকার
-
আহমাদ সাজিদ ০৪/১০/২০১৪ন্স্ব্গ্ল্ভ্গ
-
বাবলুর রহমান ০৪/১০/২০১৪অনেক ভালো লাগলো ।