রুপসী
মিষ্টি মেয়ের দুষ্ট হাসি
গোলাপ রাঙা ঠোট,
বাঁকা চোখের চাহনিতে
মনে লাগে চোট।
টানা টানা দু’টি চোখে
মায়াবী স্বপন,
ইশারাতে আমার এ প্রাণ
করেছে হরণ।
কচি কচি বাহু দু’টি
স্বর্গীয় অবয়ব,
উপচে পড়ে রুপের ছটা
দেহে রুপের উৎসব।
শিশির ভেজা নগ্ন চরণ
রহস্যময় হাসি,
পাগল পাড়া যুব যারা
বলে ‘ভালবাসি’।
চলনে তার নৃত্য আসে
কথায় আসে গান,
তারে মধুর চেয়ে মধুর লাগে
যদি করে অভিমান।
শাড়িতে সে বনলতা
শার্ট প্যান্টে ম্যাডোনা।
তার রুপসী কেউ
এই জগতে দেখিনা।
গোলাপ রাঙা ঠোট,
বাঁকা চোখের চাহনিতে
মনে লাগে চোট।
টানা টানা দু’টি চোখে
মায়াবী স্বপন,
ইশারাতে আমার এ প্রাণ
করেছে হরণ।
কচি কচি বাহু দু’টি
স্বর্গীয় অবয়ব,
উপচে পড়ে রুপের ছটা
দেহে রুপের উৎসব।
শিশির ভেজা নগ্ন চরণ
রহস্যময় হাসি,
পাগল পাড়া যুব যারা
বলে ‘ভালবাসি’।
চলনে তার নৃত্য আসে
কথায় আসে গান,
তারে মধুর চেয়ে মধুর লাগে
যদি করে অভিমান।
শাড়িতে সে বনলতা
শার্ট প্যান্টে ম্যাডোনা।
তার রুপসী কেউ
এই জগতে দেখিনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঈনুল ইসলাম ১৫/০৭/২০২২দারুণ!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/১২/২০২১খুব সুন্দর প্রকাশ।
-
ফয়জুল মহী ০২/১২/২০২১সত্যিই খুব সুন্দর পরিবেশ।