www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রুপসী

মিষ্টি মেয়ের দুষ্ট হাসি
গোলাপ রাঙা ঠোট,
বাঁকা চোখের চাহনিতে
মনে লাগে চোট।
টানা টানা দু’টি চোখে
মায়াবী স্বপন,
ইশারাতে আমার এ প্রাণ
করেছে হরণ।

কচি কচি বাহু দু’টি
স্বর্গীয় অবয়ব,
উপচে পড়ে রুপের ছটা
দেহে রুপের উৎসব।
শিশির ভেজা নগ্ন চরণ
রহস্যময় হাসি,
পাগল পাড়া যুব যারা
বলে ‘ভালবাসি’।

চলনে তার নৃত্য আসে
কথায় আসে গান,
তারে মধুর চেয়ে মধুর লাগে
যদি করে অভিমান।
শাড়িতে সে বনলতা
শার্ট প্যান্টে ম্যাডোনা।
তার রুপসী কেউ
এই জগতে দেখিনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শ.ম. শহীদ ২৯/১১/২০২৪
    চমৎকার একটি প্রেম কাব্য।
    অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল।
  • মঈনুল ইসলাম ১৫/০৭/২০২২
    দারুণ!
  • খুব সুন্দর প্রকাশ।
  • ফয়জুল মহী ০২/১২/২০২১
    সত্যিই খুব সুন্দর পরিবেশ।
 
Quantcast