সময়ের প্রয়োজনে
সময়ের প্রয়োজনে
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
-দীপ্ত দাঁড়াও, কোথায় গিয়েছিলে তুমি?
বাবা, মা এবং দাদু পরিবারের সবাই যেন দীপ্ত’র অপেক্ষাতেই ছিল।
-না মানে....
- মানে মানে করছ কেন? আমরা সব দেখে ফেলেছি। এতো বড় সাহস তোমার হল কি করে?
মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দীপ্ত। চঞ্চল ও দুরন্ত দীপ্ত যেন নিষ্প্রভ হয়ে যায়। বাবা কান ধরে দাদুর কাছে টেনে আনে। মা এসে জোড়ে একটা চর মারে গালে। দীপ্ত চিৎকার করে কেঁদে ওঠে। মা আবার জিজ্ঞেস করে-
-সত্যি করে বল দীপ্ত, ঘর থেকে চাল ও ডাল নিয়ে কোথায় বিক্রি করলি এবং ঐ টাকা দিয়ে তুই কি করেছিস?
-ছি!ছি!! এই বয়সে চুরি, লজ্জা লাগে না তোর? রাগান্বিত স্বরে বাবার প্রশ্ন।
দাদু বুকে টেনে নিয়ে আদর করতে করতে বলল- কাঁদিস না দাদু ভাই, তুই আমাকে সত্য করে বল, ওগুলো দিয়ে তুই কি করেছিস?
দীপ্ত কাঁদতে কাঁদতে বলল- দাদু আমি ওগুলো বিক্রি করিনি। করোনার কারণে তমালের বাবা কয়েকদিন যাবৎ কাজে যেতে পারেনি। তাদের ঘরে কোন খাবার নেই। তারা খুব কষ্টে আছে। আমি তাদের কষ্ট দেখে সেই চাল-ডাল তাদের বাসায় দিয়ে এসেছি।
-গুড দাদু ভেরি গুড। তুমি সঠিক কাজটাই করেছ। তোমরা দেখ বৌমা, যে কাজ আমাদের করার কথা ছিল তা দীপ্ত করেছে। শিখো ওর কাছ থেকে শিখো। গর্বে আমার বুক ভরে গেছে। এই সময় বিপন্ন মানুষের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। সেলুট দীপ্ত, সেলুট।
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
-দীপ্ত দাঁড়াও, কোথায় গিয়েছিলে তুমি?
বাবা, মা এবং দাদু পরিবারের সবাই যেন দীপ্ত’র অপেক্ষাতেই ছিল।
-না মানে....
- মানে মানে করছ কেন? আমরা সব দেখে ফেলেছি। এতো বড় সাহস তোমার হল কি করে?
মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দীপ্ত। চঞ্চল ও দুরন্ত দীপ্ত যেন নিষ্প্রভ হয়ে যায়। বাবা কান ধরে দাদুর কাছে টেনে আনে। মা এসে জোড়ে একটা চর মারে গালে। দীপ্ত চিৎকার করে কেঁদে ওঠে। মা আবার জিজ্ঞেস করে-
-সত্যি করে বল দীপ্ত, ঘর থেকে চাল ও ডাল নিয়ে কোথায় বিক্রি করলি এবং ঐ টাকা দিয়ে তুই কি করেছিস?
-ছি!ছি!! এই বয়সে চুরি, লজ্জা লাগে না তোর? রাগান্বিত স্বরে বাবার প্রশ্ন।
দাদু বুকে টেনে নিয়ে আদর করতে করতে বলল- কাঁদিস না দাদু ভাই, তুই আমাকে সত্য করে বল, ওগুলো দিয়ে তুই কি করেছিস?
দীপ্ত কাঁদতে কাঁদতে বলল- দাদু আমি ওগুলো বিক্রি করিনি। করোনার কারণে তমালের বাবা কয়েকদিন যাবৎ কাজে যেতে পারেনি। তাদের ঘরে কোন খাবার নেই। তারা খুব কষ্টে আছে। আমি তাদের কষ্ট দেখে সেই চাল-ডাল তাদের বাসায় দিয়ে এসেছি।
-গুড দাদু ভেরি গুড। তুমি সঠিক কাজটাই করেছ। তোমরা দেখ বৌমা, যে কাজ আমাদের করার কথা ছিল তা দীপ্ত করেছে। শিখো ওর কাছ থেকে শিখো। গর্বে আমার বুক ভরে গেছে। এই সময় বিপন্ন মানুষের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। সেলুট দীপ্ত, সেলুট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৪/২০২২চমৎকার সৃজন
-
আলমগীর সরকার লিটন ০৮/০৯/২০২১সুন্দর লাগল
-
ফয়জুল মহী ০৭/০৯/২০২১সুন্দর লিখেছেন ।