কালচক্র
স্বরবৃত্ত মাত্রাঃ ৪+৪+৪+২
ওগো মেয়ে তোমার আশা
শ্বশুর বাড়ি গিয়ে
একা একা থাকবে তুমি
বরকে সাথে নিয়ে।
শাশুড়ি আর শ্বশুর ফেলে
গড়বে নতুন বাসা,
কালকে যারা আপন ছিল
আজকে বানে ভাসা।
তাঁদের রেখে একলা ঘরে
লজ্জা হয়না খেতে,
তাদের ছাড়া বরকে তুমি
কেমন করে পেতে?
মেয়ে তুমি আজকে বধূ
কালকে বুড়ি হবে,
তখন তোমার ঘরে হয়তো
ছেলের বউ যে রবে।
একই দশা তখন তোমার
হবে কর্ম গুণে,
চোখের জলে ভাসবে সেদিন
রাখো আজি শুনে।
ওগো মেয়ে তোমার আশা
শ্বশুর বাড়ি গিয়ে
একা একা থাকবে তুমি
বরকে সাথে নিয়ে।
শাশুড়ি আর শ্বশুর ফেলে
গড়বে নতুন বাসা,
কালকে যারা আপন ছিল
আজকে বানে ভাসা।
তাঁদের রেখে একলা ঘরে
লজ্জা হয়না খেতে,
তাদের ছাড়া বরকে তুমি
কেমন করে পেতে?
মেয়ে তুমি আজকে বধূ
কালকে বুড়ি হবে,
তখন তোমার ঘরে হয়তো
ছেলের বউ যে রবে।
একই দশা তখন তোমার
হবে কর্ম গুণে,
চোখের জলে ভাসবে সেদিন
রাখো আজি শুনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৪/০৯/২০২১সত্যই চমৎকার লেখেছেন মাসুম দা
-
অভিজিৎ হালদার ০৭/০৯/২০২১বেশ
-
সুব্রত ভৌমিক ০৭/০৯/২০২১সুন্দর লিখেছেন কবি
জীবনের আসল ছবি। -
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৯/২০২১Fantastic.
-
ফয়জুল মহী ০৬/০৯/২০২১অসাধারণ মুগ্ধ হলাম ।