পদ্মলোচন
যার পা নেই সে বলে খোঁড়া তোরে
যার চোখ নেই সে বলে কানা
যার কান আছে শ্রূতিশক্তি নেই
তার শুনতে বাধা
যার কান নেই তার তো শুনতেই মানা
ভাঙামন জোড়া লাগতেই পারে
চাঙ্গা হতে জানে সরল হৃদয়
বক্র হৃদয় ঘুরতেই থাকে অন্তহীন
ব্যাধীর চক্রে তেল দিয়ে যায় একজীবন
যার চোখ নেই সে বলে কানা
যার কান আছে শ্রূতিশক্তি নেই
তার শুনতে বাধা
যার কান নেই তার তো শুনতেই মানা
ভাঙামন জোড়া লাগতেই পারে
চাঙ্গা হতে জানে সরল হৃদয়
বক্র হৃদয় ঘুরতেই থাকে অন্তহীন
ব্যাধীর চক্রে তেল দিয়ে যায় একজীবন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মল্লিকা রায় ৩০/০৪/২০১৫পড়লাম ।
-
এম এস সজীব ৩০/০৪/২০১৫শুভেচ্ছা গ্রহন আরো
-
আগুন নদী ২৯/০৪/২০১৫ব্যাধি....
বেশ লিখেছেন।
শুভেচ্ছা -
শাহাদাত হোসেন রাতুল ২৯/০৪/২০১৫besh valo