জ্ঞানপাপী
তোমার চারপাশে বইয়ের সমাহার
জ্ঞানের আলোয় জ্বল জ্বল করছো তুমি
নিজেকে করে তুলেছো জ্ঞানের রাজ্য
বই মেলার সমস্ত বই তোমার মগজে
মস্তিস্কের কোষে কোষে দুন্দুভি বাজায়
কার কি এলো গেলো তাতে
জ্ঞানের ভারে চেয়ার ভেঙ্গে যায় তবু-
রঞ্জিতের ফাইলতো অাটকেই থাকে
তোমার টেবিলে
টোকাইয়ের ছেঁড়া জামা আরো ছিঁড়ে গেলো
দুই বেলার স্থলে এখন একবেলা খায় উদ্বাস্তু শিবির
পুনর্বাসন তো হলোনা রিক্ত হস্তের
উৎকোচ বেড়ে গেল জোয়ারের মতো
শেয়ার বাজারের মতো ধ্বস নামে মনুষ্যত্বের
এখনও তো মঞ্চে বসে থাকে মূর্খের দল
শিয়ালের খোয়াড়ে হয় রাজ হাসের বিচার
এখনও তো রাজ পথে মিথ্যের উল্লম্ফন
মিষ্টি কথার ছলে চলে মিথ্যের আন্দোলন
জ্ঞানের আলোয় জ্বল জ্বল করছো তুমি
নিজেকে করে তুলেছো জ্ঞানের রাজ্য
বই মেলার সমস্ত বই তোমার মগজে
মস্তিস্কের কোষে কোষে দুন্দুভি বাজায়
কার কি এলো গেলো তাতে
জ্ঞানের ভারে চেয়ার ভেঙ্গে যায় তবু-
রঞ্জিতের ফাইলতো অাটকেই থাকে
তোমার টেবিলে
টোকাইয়ের ছেঁড়া জামা আরো ছিঁড়ে গেলো
দুই বেলার স্থলে এখন একবেলা খায় উদ্বাস্তু শিবির
পুনর্বাসন তো হলোনা রিক্ত হস্তের
উৎকোচ বেড়ে গেল জোয়ারের মতো
শেয়ার বাজারের মতো ধ্বস নামে মনুষ্যত্বের
এখনও তো মঞ্চে বসে থাকে মূর্খের দল
শিয়ালের খোয়াড়ে হয় রাজ হাসের বিচার
এখনও তো রাজ পথে মিথ্যের উল্লম্ফন
মিষ্টি কথার ছলে চলে মিথ্যের আন্দোলন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ০১/০৭/২০১৫জ্ঞানীরাও পাপী হয়!ধন্যবাদ।
-
কায়সার মোহাম্মদ ইসলাম ১১/০৫/২০১৫কিন্তু একজন খাঁটি জ্ঞান অন্বেষকের প্রধান কাজ কিন্তু নিজেকে জ্ঞানের দ্রুত বর্ধমান গতিশীল জগতের সাথে আস্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে শেখা, আর সেটা করতে গিয়ে কি সূর্যাস্ত দেখার সময় থাকে সন্ন্যাসীর ! পার্থিব জগতের হিসেব রাখার আর সময় কই ?
-
পিয়ালী দত্ত ৩০/০৪/২০১৫ভাল
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ৩০/০৪/২০১৫এই জ্ঞানপাপীদের বোধোদয় হোক এটাই কাম্য। সেই জ্ঞান থেকে আল্লাহ্ রাব্বুল আল-আমীন যেন আমদেরকে হেফাজত করেন, যে জ্ঞান অকল্যাণের কারণ।
বাস্তব ধর্মী লেখার জন্য আপনাকে ধন্যবাদ। -
এম এস সজীব ৩০/০৪/২০১৫আরো ভাল চাই
-
আগুন নদী ২৯/০৪/২০১৫চলমান হোক লেখনী
....... শুভেচ্ছা। -
আব্দুল মান্নান মল্লিক ২৯/০৪/২০১৫খুব সুন্দর কবিতা, আরও আশা করছি