মৃত মানুষের হাট-বাজার
মৃত মানুষের কোলাহল
হাটে-মাঠে-ঘাটে,পথে-প্রান্তরে
কল-কারখানায়,অফিস-আদালতে
মৃত মানুষ জেগে থাকে চোখে স্বপ্ন নিয়ে
মৃত মানুষ ঘুমায় বুকে নিয়ে আশা
মৃতেরা গান গায়
রাত জেগে কবিতা লেখে
শিল্পের ভেতরে আঁকে পৃথিবীর স্বপ্ন
মৃত মানুষ রাজনীতি করে
মৃতেরা খুন করে মৃতকে
মৃতেরাই করে মৃতের সৎকার
মৃত মানুষ দেয় থানায় এজাহার
মৃতরা তদন্ত করে
মৃতেরাই করে বিচার
মৃতেরা ভালবাসে
বিয়ে করে
বাচ্চা ফুটায়
পার্কের বেঞ্চিতে বসে মৃত মানুষ
আহ্লাদে জড়িয়ে ধরে মৃত প্রেমিকারে
মৃত মানুষ জমি কিনে
ঘর করে
দুচোখে জ্বল-জ্বল করে
মৃতদের সুখস্বপ্ন
মৃতরা করে মান
করে অভিমান
মৃত মানুষ পরীক্ষা দেয়
পাশ করে
মৃতেরা ইলেকশান করে
নির্বাচনে জিতে ফেটে পড়ে উল্লাসে
হেরে গিয়ে কেউবা ভুগে বিষাদে
জীবনের জয় বা পরাজয়ে
মৃতদের উল্লাস-উৎকন্ঠা
মৃতদের সমগ্র কর্মকান্ড
বড় বেশি উদ্ভট
বড় বেশি পার্থিব বটে
হাটে-মাঠে-ঘাটে,পথে-প্রান্তরে
কল-কারখানায়,অফিস-আদালতে
মৃত মানুষ জেগে থাকে চোখে স্বপ্ন নিয়ে
মৃত মানুষ ঘুমায় বুকে নিয়ে আশা
মৃতেরা গান গায়
রাত জেগে কবিতা লেখে
শিল্পের ভেতরে আঁকে পৃথিবীর স্বপ্ন
মৃত মানুষ রাজনীতি করে
মৃতেরা খুন করে মৃতকে
মৃতেরাই করে মৃতের সৎকার
মৃত মানুষ দেয় থানায় এজাহার
মৃতরা তদন্ত করে
মৃতেরাই করে বিচার
মৃতেরা ভালবাসে
বিয়ে করে
বাচ্চা ফুটায়
পার্কের বেঞ্চিতে বসে মৃত মানুষ
আহ্লাদে জড়িয়ে ধরে মৃত প্রেমিকারে
মৃত মানুষ জমি কিনে
ঘর করে
দুচোখে জ্বল-জ্বল করে
মৃতদের সুখস্বপ্ন
মৃতরা করে মান
করে অভিমান
মৃত মানুষ পরীক্ষা দেয়
পাশ করে
মৃতেরা ইলেকশান করে
নির্বাচনে জিতে ফেটে পড়ে উল্লাসে
হেরে গিয়ে কেউবা ভুগে বিষাদে
জীবনের জয় বা পরাজয়ে
মৃতদের উল্লাস-উৎকন্ঠা
মৃতদের সমগ্র কর্মকান্ড
বড় বেশি উদ্ভট
বড় বেশি পার্থিব বটে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ২৯/০৪/২০১৫
-
বেনামী পত্তনদার ২৯/০৪/২০১৫তীব্র বার্তা
-
সাকির খান ২৯/০৪/২০১৫chomotkar tule dhorechen kobi. apnake dhonnobad emon ekti kobita upohar deyar jonno
-
অ ২৯/০৪/২০১৫ভালো লাগল ।
-
আবিদ আল আহসান ২৯/০৪/২০১৫সুন্দর
কবিতাটি খুব সুন্দর।
অনেক শুভেচ্ছা।