ব্যাধীর জীবন
হে ব্যাধীর হৃদয়---
তুমি কি আমাকে কুঁড়োতে দিবেনা
পাথরে শস্যদানা
কেন তুমি হতে চাও ফড়িং জীবন
কেন তুমি রচতে চাও নীলিমার নীলে
আপন ভাগ্যরেখা
কেন তুমি করো নাশ কারো
ক্ষয়ে যাওয়া বিষাদের সোপান
হে অন্তহীন অপেক্ষা---
তোমর শেকড়ের ব্যাপ্তী
ছাড়িয়েছে বুঝি আকাশের সিমানা
ভুলিয়েছে আত্মভোলারে
নাড়ি এবং নীড়ের ঠিকানা
তোমার ডানার ওমে আসেনা তো শ্রাবণ
মৃত্তিকার উন্নাসিক আকাশে
তুমি কি আমাকে কুঁড়োতে দিবেনা
পাথরে শস্যদানা
কেন তুমি হতে চাও ফড়িং জীবন
কেন তুমি রচতে চাও নীলিমার নীলে
আপন ভাগ্যরেখা
কেন তুমি করো নাশ কারো
ক্ষয়ে যাওয়া বিষাদের সোপান
হে অন্তহীন অপেক্ষা---
তোমর শেকড়ের ব্যাপ্তী
ছাড়িয়েছে বুঝি আকাশের সিমানা
ভুলিয়েছে আত্মভোলারে
নাড়ি এবং নীড়ের ঠিকানা
তোমার ডানার ওমে আসেনা তো শ্রাবণ
মৃত্তিকার উন্নাসিক আকাশে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ২৮/০৪/২০১৫besh laglo......
-
সবুজ আহমেদ কক্স ২৮/০৪/২০১৫নাইস লিখা
-
রক্তিম ২৮/০৪/২০১৫সুন্দর শব্দ চয়ন। ভালো লাগা কবিতা ।
-
সুলতান মাহমুদ ২৮/০৪/২০১৫ধন্যবাদ