শিল্পের লাঙল
তোমার হাতে কদম ফুলের ঘ্রাণ
হৃদয়ে জলজোছনা
চোখে দর্শনের আঙুল
চেতনায় স্বপ্নের চাষ
চলন্ত ট্রেনে স্মৃতির দুরন্ত উচ্ছ্বাস
তোমার নীল-শাদা আকাশে
উড়ে যায় শিল্পের বক
আঙুলের ফাঁকে লাফ দেয়
সবুজের ছাতা মাথায় আহ্লাদি ব্যাঙ
তুমি জাফর ইকবালের আসল শক্তি
নাহিয়ানের বেঁচে থাকার স্বাদ
তুমি বাবুই পাখির হৃদয়ে গাঁথা সংগ্রামী প্রবাদ
তুমি সুফিয়া কামাল হয়ে
হাতে নাও সুকুমারের ঝলসানো রুটি
জীবনানন্দ হয়ে ছুঁয়ে ফেল সূর্যকমল
সুকুমার বৃষ্টিতে ভিজে ভিজে ভিজে
নিজেকে করেছো শিল্পের লাঙল
হৃদয়ে জলজোছনা
চোখে দর্শনের আঙুল
চেতনায় স্বপ্নের চাষ
চলন্ত ট্রেনে স্মৃতির দুরন্ত উচ্ছ্বাস
তোমার নীল-শাদা আকাশে
উড়ে যায় শিল্পের বক
আঙুলের ফাঁকে লাফ দেয়
সবুজের ছাতা মাথায় আহ্লাদি ব্যাঙ
তুমি জাফর ইকবালের আসল শক্তি
নাহিয়ানের বেঁচে থাকার স্বাদ
তুমি বাবুই পাখির হৃদয়ে গাঁথা সংগ্রামী প্রবাদ
তুমি সুফিয়া কামাল হয়ে
হাতে নাও সুকুমারের ঝলসানো রুটি
জীবনানন্দ হয়ে ছুঁয়ে ফেল সূর্যকমল
সুকুমার বৃষ্টিতে ভিজে ভিজে ভিজে
নিজেকে করেছো শিল্পের লাঙল
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল মান্নান মল্লিক ২৫/০৪/২০১৫পড়ে খুব আনন্দ পেলাম
-
রক্তিম ২৪/০৪/২০১৫বাহ দুরন সুন্দর । উচ্ছাস ধরে রাখতে পারলাম না । আবার বলি বাহ সুন্দর।
-
দ্বীপ সরকার ২৪/০৪/২০১৫bah!!