মেঘ আসবে বলে
মেঘ আসবে বলে
একটুকরো মেঘ আসবে বলে
আমি কুনোব্যাঙ হয়ে বসে থাকি
তীর্থের কাক হয়ে চেয়ে থাকি আকাশে
মেঘ আসে ভালবেসে সময়ের কোল বেয়ে
তবু তো তর সয়না
ভালোবাসা স্থির হয়ে রয় না
মেঘের ও তো ফুরসত চাই
চাই অবকাশ
আয় আয় মেঘ
ভালবাসা হয়ে আয়
নিয়ে আয় ছায়া
আমি মায়া হয়ে বসে রব
কায়াহীন ছায়ায়
একটুকরো মেঘ আসবে বলে
আমি কুনোব্যাঙ হয়ে বসে থাকি
তীর্থের কাক হয়ে চেয়ে থাকি আকাশে
মেঘ আসে ভালবেসে সময়ের কোল বেয়ে
তবু তো তর সয়না
ভালোবাসা স্থির হয়ে রয় না
মেঘের ও তো ফুরসত চাই
চাই অবকাশ
আয় আয় মেঘ
ভালবাসা হয়ে আয়
নিয়ে আয় ছায়া
আমি মায়া হয়ে বসে রব
কায়াহীন ছায়ায়
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুল হাসান রাসেল ২০/০৩/২০১৫সুন্দর লেখা
-
সবুজ আহমেদ কক্স ১৪/০৩/২০১৫নাইস
-
স্বপন রোজারিও(১) ১৪/০৩/২০১৫মেঘের সমান্তরালে প্রিয়াকে রাখলে কবিতার যথার্থতা প্রকাশ পায়।
-
নূরুজ্জামান নাঈম ১৪/০৩/২০১৫কবিতার উদ্দেশ্য সফল হলেই সার্থকতা আসেনা।
এর জন্য গঠন গত দিক গুলো খেয়াল করবেন। যতির ব্যবহার করবেন।