পুড়িয়ে দিব সব
পোড়ানোর জন্যই তো
বেছে নিয়েছি তোমায়
সবকিছু পুড়িয়ে দিব
রেখে দিব কেবল সুকুমার হৃদয়
শৈল্পিক দৃষ্টি আর সেসব আঙুল
যা দিয়ে তুমি ছুঁয়ে দেখ আমায়
পুড়িয়ে দিব জানালার কাঁচ লোহার গ্রিল
ঘটি-বাটি,হারিকেন--সব !
পোড়াবোনা কেবল সেই শাড়ির আঁচল
যেখানে শতজনমের ভালবাসার
নৈবিদ্যি সাতপাঁকে বাঁধা পড়েছে
লেপ্টে আছে ভালবাসার সুকুমার রঙ
বেছে নিয়েছি তোমায়
সবকিছু পুড়িয়ে দিব
রেখে দিব কেবল সুকুমার হৃদয়
শৈল্পিক দৃষ্টি আর সেসব আঙুল
যা দিয়ে তুমি ছুঁয়ে দেখ আমায়
পুড়িয়ে দিব জানালার কাঁচ লোহার গ্রিল
ঘটি-বাটি,হারিকেন--সব !
পোড়াবোনা কেবল সেই শাড়ির আঁচল
যেখানে শতজনমের ভালবাসার
নৈবিদ্যি সাতপাঁকে বাঁধা পড়েছে
লেপ্টে আছে ভালবাসার সুকুমার রঙ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৪/০৩/২০১৫নাইস
-
মো ফয়সাল রহমান ১৩/০৩/২০১৫Valo
-
মল্লিকা রায় ১৩/০৩/২০১৫মুগ্ধ হলাম কবি।
-
দ্বীপ সরকার ১৩/০৩/২০১৫খুব সুন্দর
-
কামরুল হাসান রাসেল ১২/০৩/২০১৫সুন্দর
-
সাইদুর রহমান ১২/০৩/২০১৫বেশ ভালো লাগলো কবিতাটি।
শুভেচ্ছা রইলো। -
স্বপন রোজারিও(১) ১২/০৩/২০১৫সব কিছু পুড়লে ও হৃদয় পুরে না।