কী করে এমন হলো বলো
কি করে এমন হলো বলো
যন্ত্রণার কবন্ধ হলো প্রেম
প্রীতির ভেতরে হলো গরল প্রীতি
ভালবাসা হলো পোড়া মাটির স্মৃতি
আলোর ভেতরে দিলে এত আলো
ইমো দিয়ে গড়া প্রেমের সংসারে
আজ অমানিশার কালো !
কি করে এমন হলো বলো
হৃদয় আকাশে দিলে ঠাঁই
বলে সূর্যদীঘল ভাই
কোথায় তোমার সূর্য ছাই
কোথায় তোমার আকাশ তাই
কোথায় আমার চন্দ্রমণির
ভালবাসার কথাকলিরা হায় !
যন্ত্রণার কবন্ধ হলো প্রেম
প্রীতির ভেতরে হলো গরল প্রীতি
ভালবাসা হলো পোড়া মাটির স্মৃতি
আলোর ভেতরে দিলে এত আলো
ইমো দিয়ে গড়া প্রেমের সংসারে
আজ অমানিশার কালো !
কি করে এমন হলো বলো
হৃদয় আকাশে দিলে ঠাঁই
বলে সূর্যদীঘল ভাই
কোথায় তোমার সূর্য ছাই
কোথায় তোমার আকাশ তাই
কোথায় আমার চন্দ্রমণির
ভালবাসার কথাকলিরা হায় !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নহাজা য়াজিনা ১১/০৩/২০১৫সুন্দর !!!!
-
আসাদুজ্জামান তালুকদার শাকিল ১০/০৩/২০১৫শেষের অংশটুকু খুব ভালো
-
সবুজ আহমেদ কক্স ০৯/০৩/২০১৫অনেক বার পড়া হলো
-
সাইদুর রহমান ০৯/০৩/২০১৫ভালো লিখেছেন।
শুভ কামনা। -
সবুজ আহমেদ কক্স ০৯/০৩/২০১৫ভালো লাগলো
-
স্বপন রোজারিও(১) ০৮/০৩/২০১৫ভালবাসার স্মৃতি। সুন্দর হয়েছে।
-
ফিরোজ মানিক ০৮/০৩/২০১৫কি করে এমন হলো কবিতাটি বেশ ভাল পড়ে খুব লাগলো ভাল।
-
তালহা বিন জসিম ০৮/০৩/২০১৫ভালো