বিনিময়
হৃদয় কি টাকা দিয়ে কেনা যায় ? হ্যাঁ যায় তো । তবে তা কিনতে হবে মাটির ব্যাংকে জমানো কড়ি দিয়ে । কেউ হৃদয়ের বিনিময়েও হৃদয় পায়না আবার কেউ না চেয়েও পেয়ে যায় । প্রথম শ্রেণী দৈবক্রমে হৃদয়ের সন্ধান পায় বলে পাওয়ার আনন্দে যেমন আত্মহারা হয় তেমনি হারানোর ভয় ও তাদের কম নয় । দ্বিতীয় শ্রেনীর হারানোর ভয় নেই পুনরায় পেয়ে যাবার নিশ্চয়তা আছে তাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাইমুর রহমান রিজভী ১৩/০৩/২০১৫ভালো লাগলো
-
স্বপ্নীল মিহান ০৫/০৩/২০১৫ভালো
-
স্বপ্নীল মিহান ০৫/০৩/২০১৫ভালো লেগেছে।
-
সবুজ আহমেদ কক্স ০৩/০৩/২০১৫ভালো
-
মোঃ সাইফুল ইসলাম ০১/০৩/২০১৫ভাল উপদেশ।