আজিকার এই ভালবাসার দিনে
১৪/২/১৫
আজিকার এই ভালবাসার দিনে
অঙ্গে মেখেছো বুঝি
আগুনমাখা ফাগুনের ফুল ।
বাসন্তি রঙে রাঙিন করেছো
মায়াবি ইন্দ্রজাল !
উবে গেছে বুঝি আজ যত
অবজ্ঞার-ক্ষত ?
আজিকার এই ভালবাসার দিনে
কৃষ্ণচূড়ার মতো রাঙালে আমায়
গুঁড়িয়ে দিলে বেদনার যত হূল
ভুলিয়ে দিয়ে ভুলের মাশুল
এতোই দিলে পূজোর ফুল !
আজিকার এই ভালবাসার দিনে
তবে এসো হে বন্ধু আমার
রূপোলি নক্ষত্রের রাতে
ভিত রেখে ভিতে
মদিরামত্ত তোমার
সেই সৌরভ অঙনেতে
হৃদয়ে হোক হৃদয়ের আলিঙ্গন ।
আজিকার এই ভালবাসার দিনে
অঙ্গে মেখেছো বুঝি
আগুনমাখা ফাগুনের ফুল ।
বাসন্তি রঙে রাঙিন করেছো
মায়াবি ইন্দ্রজাল !
উবে গেছে বুঝি আজ যত
অবজ্ঞার-ক্ষত ?
আজিকার এই ভালবাসার দিনে
কৃষ্ণচূড়ার মতো রাঙালে আমায়
গুঁড়িয়ে দিলে বেদনার যত হূল
ভুলিয়ে দিয়ে ভুলের মাশুল
এতোই দিলে পূজোর ফুল !
আজিকার এই ভালবাসার দিনে
তবে এসো হে বন্ধু আমার
রূপোলি নক্ষত্রের রাতে
ভিত রেখে ভিতে
মদিরামত্ত তোমার
সেই সৌরভ অঙনেতে
হৃদয়ে হোক হৃদয়ের আলিঙ্গন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাসুম মুনাওয়ার ২০/০২/২০১৫বাহ দারুন
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০২/২০১৫অনেক ভালো লাগলো...........................চালিয়ে যান।
-
রক্তিম ১৬/০২/২০১৫মন হোক স হ জ নদির মত।
-
অ ১৪/০২/২০১৫অনেক ভালো ।
-
স্বপন রোজারিও(১) ১৪/০২/২০১৫খুবই সুন্দর হয়েছে।
-
জাহিদুর রহমান ১৪/০২/২০১৫শুভেচ্ছা লেখককে।
-
হাসান ইমতি ১৪/০২/২০১৫ভালোবাসা
-
হাসান কামরুল ১৪/০২/২০১৫দারুন দারুন দারুন।
-
কুয়াশা রায় ১৪/০২/২০১৫খুব ভাল লাগল।
-
ফিরোজ মানিক ১৪/০২/২০১৫দারুণ রোমান্টিকতা। শুভ কামনা কবি।
-
জহির রহমান ১৪/০২/২০১৫“আজিকার এই ভালোবাসার দিনে
হৃদয়ে হোক হৃদয়ের আলিঙ্গন”
- ভালো লেগেছে কবি। শুভেচ্ছা আর শুভ কামনা...