লিখোনা আমায়
তুমি লিখোনা, লিখোনা আমায় বন্ধু !
সমাজ-সংস্কারের মাথা খেয়োনা
নেমোনা কো মাঠে আদাজল খেয়ে
নিভৃতেই ফেলো নিঃশ্বাস !
আমি ঘ্রাণ শুঁকে চিনে নিবো
এ তোমারই দীর্ঘশ্বাস !!
সমাজ-সংস্কারের মাথা খেয়োনা
নেমোনা কো মাঠে আদাজল খেয়ে
নিভৃতেই ফেলো নিঃশ্বাস !
আমি ঘ্রাণ শুঁকে চিনে নিবো
এ তোমারই দীর্ঘশ্বাস !!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ১৬/০১/২০১৫ভাল
-
অ ১৬/০১/২০১৫চমৎ্কার লাগল কবিবন্ধু ।
-
আবু সাহেদ সরকার ১৬/০১/২০১৫দারুন লাগলো পড়ে। আমার পাতায় আসবেন।
-
রক্তিম ১৬/০১/২০১৫হুম্মম্মম্মম দীর্ঘ শ্বাস।
-
কৌশিক আজাদ প্রণয় ১৫/০১/২০১৫ঘ্রাণ শুনেই নিঃশ্বাসকে চিনে নেয়া কম কথা নয় কবি। কবিতাটি ছোট হলেও অসাধারণ লাগলো।