হায়রে রাজনীতি
রাজনীতি, এটি ছিল রাজার নীতি
এখন এটি পাতকনীতি
হায়রে কাঠাল ভাঙ্গারনীতি!
সহজ-সরল এ জাতি, গুটি কয়েক
পাতকের হাতে বন্ধী
মানবতা ডুকরে কাঁদে
যৌবনের ঘুড়ি হতাশার
জ্বরে কাঁপে
এখানকার সুকুমার
স্বপ্নের কুহক ছড়ায়,
অবশেষে…
নৈরাজ্যের চোরাবালিতে ডুব দেয়
দেয় আত্ম চিৎকার!
এখন এটি পাতকনীতি
হায়রে কাঠাল ভাঙ্গারনীতি!
সহজ-সরল এ জাতি, গুটি কয়েক
পাতকের হাতে বন্ধী
মানবতা ডুকরে কাঁদে
যৌবনের ঘুড়ি হতাশার
জ্বরে কাঁপে
এখানকার সুকুমার
স্বপ্নের কুহক ছড়ায়,
অবশেষে…
নৈরাজ্যের চোরাবালিতে ডুব দেয়
দেয় আত্ম চিৎকার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৬/০১/২০১৫দেশ আর দশের কথা অনেক ভাবেন বোঝা গেলো..............
-
মোঃ আবদুল করিম ০৬/০১/২০১৫অসম্ভব ভালো লাগলো
-
উদ্বাস্তু নিশাচর ০৬/০১/২০১৫ভীষণ সময়োপযোগী রচনা
-
কৌশিক আজাদ প্রণয় ০৬/০১/২০১৫প্রথম শব্দটির বানান ঠিক করে নিন বন্ধু। যথার্থ উপলব্ধি। ভালো লাগলো।
-
অনিরুদ্ধ বুলবুল ০৬/০১/২০১৫বেশ সুন্দর বলেছেন।
অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল।