প্রণয়ের প্রলয়
কেউ কেউ স্বপ্ন দেখে,দেখতে পারে বলেই
এখানে আজও প্রেমের চাষ হয়,
নাইটিঙ্গেল পাখি রক্ত দেয়,
কুৎসিত ওড়ে ধোঁয়ার কুন্ডুলি পাকিয়ে।
স্বপ্ন ঘোরে প্রচন্ড ছেলে মানুষ হয়ে
তোমার চিবুক স্পর্শ করেছিলাম বলে
তুমি সুনামির ঢেউয়ের মতো ফুঁসে উঠেছিলে;
আর আমার ভালোবাসার নাভি ফেটে
রক্ত হয়ে গিয়েছিলো সাহারা মরুভূমি!
এখানে আজও প্রেমের চাষ হয়,
নাইটিঙ্গেল পাখি রক্ত দেয়,
কুৎসিত ওড়ে ধোঁয়ার কুন্ডুলি পাকিয়ে।
স্বপ্ন ঘোরে প্রচন্ড ছেলে মানুষ হয়ে
তোমার চিবুক স্পর্শ করেছিলাম বলে
তুমি সুনামির ঢেউয়ের মতো ফুঁসে উঠেছিলে;
আর আমার ভালোবাসার নাভি ফেটে
রক্ত হয়ে গিয়েছিলো সাহারা মরুভূমি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ৩০/০১/২০১৫বেশি ভাইবেন না ছান্দি ফুটা অই্যয়া যাইবো ।
-
অ ২৯/১২/২০১৪কবিতা কিন্তু অনেক ভালো হয়েছে ।
-
কৌশিক আজাদ প্রণয় ২৯/১২/২০১৪ধোঁয়া> ধোয়া
করেছিলাম> করেছিরাম
প্রেয়সীর প্রতি প্রগার ভালোবাসাময় অনুভূতি এবং সেই সাথে তার তীক্ষ্ণ তিরস্কার সব মিলিয়ে অসাধারণ লাগলো কবিতাটি । -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৯/১২/২০১৪বাবা কঠিন ভালোবাসা...........
করেছিরাম=করেছিলাম।