বেদনা
আহারে বেদনা-
তোর নীলাভ আঁচলে গুঁজে মুখ
যত সুখ পাই সন্জিবনী সুধা
বেঁচে আছি বেঁচে থাকি তুলে পাল
তোর স্রোতস্বিনী নদে
নদি ভাঙ্গে কুল ভাঙ্গে ভাঙ্গেনাতো সুর
সুদুর সুরের দেশে জোনাকিরা ছুটে আসে
তেড়ে আসে হাঙ্গরের থাবা তবু-
ফিরেনা চেতনা তার
ভাঙ্গেনাতো ঘুম বেদনার
তোর নীলাভ আঁচলে গুঁজে মুখ
যত সুখ পাই সন্জিবনী সুধা
বেঁচে আছি বেঁচে থাকি তুলে পাল
তোর স্রোতস্বিনী নদে
নদি ভাঙ্গে কুল ভাঙ্গে ভাঙ্গেনাতো সুর
সুদুর সুরের দেশে জোনাকিরা ছুটে আসে
তেড়ে আসে হাঙ্গরের থাবা তবু-
ফিরেনা চেতনা তার
ভাঙ্গেনাতো ঘুম বেদনার
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ০৩/০১/২০১৫বেশ সুন্দর হয়েছে।
-
অ ২৯/১২/২০১৪সুন্দর ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/১২/২০১৪হমমমম। খুব বেদনা।