ভালবাসি
আম জাম কাঁঠাল লিচু বেল এ ভরা গ্রীষ্মের প্রকৃত
চাপা জবা বকুল রক্ত করবি
ভালবাসি বড় ভালবাসি
চম্পা জুঁই কুন্দ যুথি; কুমুদ শাপলা সৌন্দর্যের ঠুলি
দিগ্বিজয়ী যোদ্ধারবেশ অবতির্ণ বাদলাদিনের ঝমঝম বৃষ্টি
ভালবাসি বড় ভালবাসি
শরতের খাল বিলের সুনিল জলরাশি
আকাশে-বাতাসে মিষ্টিগন্ধ ছড়ানো বকুল-শিউলি
দিকে দিকে সবুজের সমারোহ; শুভ্র পুঞ্জ পুঞ্জ মেঘমালা
নদীর তীরের মনকাড়া কাশফুলের শুভ্র হাসি!
ভালবাসি বড় ভালবাসি
হেমন্তে ছড়ানো সোনালিস্বপ্ন
বাতাসে মৌ মৌ করা পিঠা-পুলির গন্ধ
কুটিরে রেখে যাওয়া সোনালি ধানের ঐশর্য রাশি রাশি
ভালবাসি বড়ভালবাসি
কুয়াশার চাদরে মুড়ি দিয়ে আসা শীত
শীতের সকালের মধুময় রোদলা কিরণ
সোনা ফসলে ভরে যাওয়া মাঠ-ঘাট আঙিনা সবি
ভালবাসি বড় ভালবাসি
কুকিলের কুহুতান শালিক ময়না টিয়ার কলরবে
মুখরিত প্রকৃতি
শিমুল পলাশ কৃষ্ণ চূড়ার ডালে ডালে ফোটা লালফুল
সর্বপরি নতুন জীবনের স্পন্দন ফুটানো বাসন্তি ধরনি
ভালবাসি বড় ভালবাসি
ভালবাসি বড় ভালবাসি
চাপা জবা বকুল রক্ত করবি
ভালবাসি বড় ভালবাসি
চম্পা জুঁই কুন্দ যুথি; কুমুদ শাপলা সৌন্দর্যের ঠুলি
দিগ্বিজয়ী যোদ্ধারবেশ অবতির্ণ বাদলাদিনের ঝমঝম বৃষ্টি
ভালবাসি বড় ভালবাসি
শরতের খাল বিলের সুনিল জলরাশি
আকাশে-বাতাসে মিষ্টিগন্ধ ছড়ানো বকুল-শিউলি
দিকে দিকে সবুজের সমারোহ; শুভ্র পুঞ্জ পুঞ্জ মেঘমালা
নদীর তীরের মনকাড়া কাশফুলের শুভ্র হাসি!
ভালবাসি বড় ভালবাসি
হেমন্তে ছড়ানো সোনালিস্বপ্ন
বাতাসে মৌ মৌ করা পিঠা-পুলির গন্ধ
কুটিরে রেখে যাওয়া সোনালি ধানের ঐশর্য রাশি রাশি
ভালবাসি বড়ভালবাসি
কুয়াশার চাদরে মুড়ি দিয়ে আসা শীত
শীতের সকালের মধুময় রোদলা কিরণ
সোনা ফসলে ভরে যাওয়া মাঠ-ঘাট আঙিনা সবি
ভালবাসি বড় ভালবাসি
কুকিলের কুহুতান শালিক ময়না টিয়ার কলরবে
মুখরিত প্রকৃতি
শিমুল পলাশ কৃষ্ণ চূড়ার ডালে ডালে ফোটা লালফুল
সর্বপরি নতুন জীবনের স্পন্দন ফুটানো বাসন্তি ধরনি
ভালবাসি বড় ভালবাসি
ভালবাসি বড় ভালবাসি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ আমান উল্লাহ আমান ০৫/০১/২০১৫ভাল লিখেছেন। চালিয়ে যান।
-
মল্লিকা রায় ০৫/০১/২০১৫বাহ্ আপনার ভালোবাসা ছুঁয়ে গেল হৃদয় মন কবি।
-
কৌশিক আজাদ প্রণয় ০৫/০১/২০১৫করবী > করবি
অবতীর্ণ> অবতির্ণ
সুনীল> সুনিল
রোদেলা> রোদলা
কোকিল> কুকিল
সর্বোপরি> সর্বপরি
ধরণি> ধরনি
কবিতায় প্রাকৃতিক বর্ণনা অসাধারণ লেগেছে। -
অ ০৪/০১/২০১৫বেশ গোছানো লেখা ।
বানানের প্রতি যত্নবান হতে হবে ।