প্রথম পাঠ
আমি ছিলাম চৈত্রের কাকের মতো।
তেজপাতার মতো পাতলা দুটি পায়ে ভর করে
তুমি এলে। বললে তোমার কথা যত।
তোমার জ্ঞানের কথায় আমার মন ছিলনা
আমি কান দিয়ে নয়, চোখ দিয়ে শুনছিলাম তোমার কথা।
লাল টক টকে আবির মাখা মুখ
বড় বড় নীল দুটি তীক্ষ্ণচোখ
পুরুষ্টু গরদানে সোনার মটরদানা হার
গোড়ালি ছুঁই ছুঁই করা রেশম চুলের বাহার
নাকের ডগায় চিনির দানারমতো জর্দাঘাম!
আমি অদ্ভুত সুখে আধবোজা চোখে তোমায় দেখছিলাম।
মাথা নোয়াবার তালে টিংলিং করছিলো তোমার
কানের ওই ঝুমকোদুল।
দখিনাবাতাস,ঠুংরিরমোচড়,তবলারবোল
সবকিছুই তাই আবোল তাবোল!
তুমি হাসছো তোমার চোখ হাসছে চুড়ির রিনিঠিনি বাজিতে
কোটিমানুষ কোটি জগতে
আমি ছিলাম তোমার পাগল করা হাসিতে।
সে আমার প্রথম প্রেমের প্রথম পাঠ-
প্রথম বর্ষারজল মোর চৌচিরে জমিতে।
তেজপাতার মতো পাতলা দুটি পায়ে ভর করে
তুমি এলে। বললে তোমার কথা যত।
তোমার জ্ঞানের কথায় আমার মন ছিলনা
আমি কান দিয়ে নয়, চোখ দিয়ে শুনছিলাম তোমার কথা।
লাল টক টকে আবির মাখা মুখ
বড় বড় নীল দুটি তীক্ষ্ণচোখ
পুরুষ্টু গরদানে সোনার মটরদানা হার
গোড়ালি ছুঁই ছুঁই করা রেশম চুলের বাহার
নাকের ডগায় চিনির দানারমতো জর্দাঘাম!
আমি অদ্ভুত সুখে আধবোজা চোখে তোমায় দেখছিলাম।
মাথা নোয়াবার তালে টিংলিং করছিলো তোমার
কানের ওই ঝুমকোদুল।
দখিনাবাতাস,ঠুংরিরমোচড়,তবলারবোল
সবকিছুই তাই আবোল তাবোল!
তুমি হাসছো তোমার চোখ হাসছে চুড়ির রিনিঠিনি বাজিতে
কোটিমানুষ কোটি জগতে
আমি ছিলাম তোমার পাগল করা হাসিতে।
সে আমার প্রথম প্রেমের প্রথম পাঠ-
প্রথম বর্ষারজল মোর চৌচিরে জমিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
চিরন্তন ১৪/০১/২০১৫bah!
-
সায়েম খান ০৪/০১/২০১৫চমতকার কবিতা।
-
কৌশিক আজাদ প্রণয় ২৮/১২/২০১৪আদবোজা < আধবোজা
কবি চোখ দিয়ে তার প্রেয়সীর কথা শুনেছেন, হয়তো মনের ভাসাই চোখ বুঝেছে। প্রেয়সীর রূপ তথা তার আগমনী বর্ণনাও অসাধারণ ছিল। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/১২/২০১৪রোমান্টিকতায় ভরপুর। ভালো লাগলাে..........
-
শিমুদা ২৮/১২/২০১৪চমৎকার লাগল-
মাথা নোয়াবার তালে টিংলিং করছিলো তোমার......