আমি কবি বলে
আমি কবি বলে বৃষ্টিরা ভালোবাসে মরুভূ
আমি কবি বলে নেশার আফিমে ঝরে
প্রদোষের মধু
আমি কবি বলে অন্ধেরা খুলে দেয়
বন্ধ দুয়ার
আমি কবি বলে নারীর সফেদ বুকে
নামে হিমেল অন্ধকার
আমি কবি বলে শ্যাওলা পড়া পাথরের বুকে হয়
রেশমের চাষ
আমি কবি বলে সৌম্যচণ্চল চোখে তার
প্লাবনের উদ্ভাস
আমি কবি বলে কবিতারা প্রজাপতি
হলুদাভ ডানায় তার নীল সবুজের নিয়তি
আমি কবি বলে নেশার আফিমে ঝরে
প্রদোষের মধু
আমি কবি বলে অন্ধেরা খুলে দেয়
বন্ধ দুয়ার
আমি কবি বলে নারীর সফেদ বুকে
নামে হিমেল অন্ধকার
আমি কবি বলে শ্যাওলা পড়া পাথরের বুকে হয়
রেশমের চাষ
আমি কবি বলে সৌম্যচণ্চল চোখে তার
প্লাবনের উদ্ভাস
আমি কবি বলে কবিতারা প্রজাপতি
হলুদাভ ডানায় তার নীল সবুজের নিয়তি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ০৩/০১/২০১৫কবিদের পক্ষে সবই সম্ভব।
-
অ ২৯/১২/২০১৪খুব ভালো হয়েছে ।
-
কৌশিক আজাদ প্রণয় ২৮/১২/২০১৪ছন্দ আর অনুপ্রাস অনিন্দ্য কবি । প্রথম লাইনে মরুভু এর জায়গায় মরু ধূধূ দিলে অনুপ্রাস আরও চমৎকার হবে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/১২/২০১৪হমমম । ভালো। প্রথম লেখা। আসরে আপনাকে স্বাগতম। শুভেচ্ছা রইলো।