তারুণ্যে স্বাগতম
আজ ১৩ই সেপ্টেম্বর ২০১৩ তারিখ হতে বাংলা ব্লগিংয়ের নতুন প্লাটরফম হিসাবে তারুণ্য তার যাত্রা শুরু করলো। সুন্দর পরিবেশ বজায় রেখে এখানে সুস্থ ব্লগিং চর্চার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে।
তারুণ্যের বিশেষ ফিচারসমূহঃ
তারুণ্যের বিশেষ ফিচারসমূহঃ
- সরাসরি ফেসবুক বা জিমেইল একাউন্ট দিয়ে লগইন করতে পারা।
- বিল্ট-ইন বাংলা কীবোর্ড। আলাদা কোন সফটওয়ার ছাড়াই সরাসরি এখানে বাংলায় টাইপ করা সম্ভব।
- নতুন ব্লগ প্রকাশের সময় স্বয়ংক্রিয়ভাবে ব্লগের লিংক ফেসবুকের ওয়ালে পোস্ট করার সুবিধা।
- প্রোফাইল ছবি সহ প্রত্যেক সদস্যের নিজস্ব প্রোফাইল পেজ।
- পছন্দের ব্লগগুলোকে প্রিয় লেখার তালিকায় রাখতে পারা।
- পছন্দের লেখকদের প্রিয় লেখকের তালিকায় যোগ করা, এবং শুধুমাত্র প্রিয় লেখকদের সাম্প্রতিক ব্লগের তালিকা দেখতে পারা।
- যেকোন ব্লগ বা সদস্য খুঁজে বের করার জন্য সহজ সার্চ অপশন।
- ব্লগিংয়ের সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য নতুন সদস্যদের প্রথম তিনটি ব্লগ যাঁচাইপূর্বক প্রকাশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৪/০২/২০২২সুন্দর
-
জামাল উদ্দিন জীবন ০৭/০৯/২০২১বেশ।
-
সেলিম রেজা সাগর ১৪/০৪/২০২১অসাধারণ
-
সেলিম রেজা সাগর ১৩/০৬/২০২০সুন্দর
-
Not applicable ০৬/০৬/২০২০রেজিস্ট্রশনের পর ৩টি ব্লগ লিখলাম। একটি তো ২দিন হয়ে গেলো। এগুলো এখনো অপ্রকাশিত থাকার কারণটা কী জানতে পারি?
-
সেলিম রেজা সাগর ২৬/০৩/২০১৯ভালোবাসা অবিরাম
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/১০/২০১৮ভাল
-
যাদব চৌধুুরী ০২/০৪/২০১৭তারুণ্যে রেজিস্ট্রেশন আক্টীভেট করে চারটি লেখা পোস্ট করেছি l পাঁচ দিন হলো l লেখাগুলি অপ্রকাশিত দেখাচ্ছে l এর আগে দুই বার এই স্থানে উল্লেখ করে অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করেছি l কিন্তু কোনো উত্তর বা action দেখি নি l আজ আমি আমার লেখাগুলো মুছে দিলাম l অনুরোধ থাকলো আমার রেজিস্ট্রেশনটা বাতিল করে দিবেন l
-
যাদব চৌধুুরী ০১/০৪/২০১৭এটা ব্লগের বিরূদ্ধে অভিযোগ নয় l
অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি l আপনাদের নিয়মাবলিতে পড়লাম নতুন সদস্যের প্রথম তিনটি লেখার প্রকাশ অ্যাডমিনদের অনুমতি সাপেক্ষ l এর জন্য কয়েক ঘন্টা থেকে একদিন পর্যন্ত সময় লাগতে পারে l "তারুণ্যে" আমার রেজিস্ট্রেশন হবার পর ইমেল লিংক ক্লিক করে তা সক্রিয় করলাম l তারপর চারটি লেখা পোস্ট করেছি l তিনদিন হয়ে গেল l এখনও সেগুলি অপ্রকাশিত ব্লগ হিসাবে দেখাচ্ছে l বিষয়টির প্রতি অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি -
যাদব চৌধুুরী ০১/০৪/২০১৭তারুণ্যে নতুুন সদস্য হিসাবে যোগদানের পর চারটি লেখা প্রকাশ করেছি l তিন দিন হল l সেগুলি অপ্রকাশিত দেখাচছে l কারণটা জানতে পারি কি ?
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ০২/০৩/২০১৭প্রিয় অ্যাডমিন মহোদয়
আমার ব্লগটি কি অপ্রকাশিতই থেকে যাবে,যদি কোন কারন থাকে দয়া করে জানাবেন। -
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৮/০৫/২০১৬আরো আপ-ডেট করা হোক!!!
-
সমরেশ সুবোধ পড়্যা ১২/০৯/২০১৫প্রিয় অ্যাডমিন মহোদয়,
আমি তারুণ্যের একজন সদস্য হিসেবে গর্বিত। আপনাদের এই প্রচেষ্টা সাফল্যলাভ করুক, তারুন্যে আরো গুণীজনে সমৃদ্ধ হোক। ২য় বর্ষ পূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ - এর প্রাক্কালে জানাই - প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।
তারুণ্যের জয় হোক - শুভকামনা ও অভিনন্দন জ্ঞাপন করি।
নমস্কারান্তে -
আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী
সমরেশ -
আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩লেখা তো সিলেক্ট করে ইটালেক বাটনে চাপার পর দেখায় ইটালেক হলো কিন্তু প্রকাশ হবার পর আর বাঁকা দেখাচ্ছে না...একটু কষ্ট করে দেখবেন প্লিজ ।
-
Înšigniã Āvî ০৩/১০/২০১৩ei domainti ki puropuri chalu hoye geche? naa hole aaro kichu feature jemon "seen by a,b,c" jaa sadharonoto facebook a thake ekhane dilo khub subidha hoy, aar jodi icon er sonkhya aaro baarano hoi
-
নির্ঝর রাজু ২৩/০৯/২০১৩সদস্য হব কিভাবে?
-
সহিদুল হক ১৯/০৯/২০১৩৮-টি নিয়মই গ্রহণযোগ্য।
-
আবু আফজাল মোহাঃ সালেহ ১৪/০৯/২০১৩খুব ভাল লাগল এরকম 'ব্লগ'র আত্মপ্রকাশ দেখে। ধন্যবাদ এডমিন।
-
কবি আরেফিন পিয়াল ১৪/০৯/২০১৩ধন্যবাদ দিলাম অনেক গুলো আর খুব বেশি খুশি লাগলো পরিচিত কিছু কবিদের দেখে
-
রাসেল আল মাসুদ ১৩/০৯/২০১৩তারুণ্য ব্লগ আর সব ব্লগের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলুক এই শুভকামনা
-
সুবীর কাস্মীর পেরেরা ১৩/০৯/২০১৩অভিনন্দন এডমিনদের
-
সুবীর কাস্মীর পেরেরা ১৩/০৯/২০১৩দারুণ খবর
-
রাসেল খান ডিমপল ১৩/০৯/২০১৩চরম ব্লগ । থিম টা অনেক সুন্দর হইছে ।
-
রোদের ছায়া ১৩/০৯/২০১৩এই উদ্যগকে স্বাগত জানাই। অনেক শুভকামনা রইল তারুন্যের জন্য।
-
সালমান মাহফুজ ১৩/০৯/২০১৩বাংলার ব্লগ জগতে তারুণ্যকে স্বাগতম । আগামী দিনে তারুণ্য একটি শক্তিশালী মিডিয়া হিসাবে আত্মপ্রকাশ করুক, -- এটাই প্রত্যাশা ।
বিষয়-শ্রেণিতে প্রবন্ধ, উপন্যাস ও সমালোচনা বিভাগ ৩ টি যুক্ত করার সুপারিশ রইল । কারণ, গল্প-কবিতার পাশাপাশি এগুলিও সাহিত্যের অন্যতম প্রধান শাখা । -
মাহমুদুল হাসান ফেরদৌস ১৩/০৯/২০১৩স্বাগত জানাই আপনাদের এই উদ্যোগকে।
শুভেচ্ছা অনন্ত। -
অনিন্দ্য আকাশ ১৩/০৯/২০১৩খুব ভাল একটি উদ্যোগ । এডমিন কে ধন্যবাদ এ রকম ভাল একটি উদ্যোগ নেয়ার জন্য ।
-
ইসমাইল জসীম ১২/০৯/২০১৩তারুন্য বাধ ভাঙা এক জোয়ারের নাম। আমরা চাই তারুন্যের উচ্ছাসে নিজেকে ভাসিয়ে দিতে এই অভূতপূর্ব তারুন্য ব্লগে। জয় হোক তারুন্যের।
-
সাইদুর রহমান ১২/০৯/২০১৩তারুণ্য ব্লগ
আরেকটি সুন্দর প্ল্যাটফর্ম
সাহিত্য প্রেমীদের জন্যে।
শুভকামনা ও আমার শুভেচ্ছা
এডমিন সবার প্রতি। -
রেদওয়ান ১২/০৯/২০১৩শুভকামনা রইলো
-
মোঃ ফয়সাল মাহমুদ আব্দুল্লাহ ১২/০৯/২০১৩ফটো ব্লগটা কি নিজের উঠানো প্রাকৃতিক দৃশ্য প্রকাশের জন্য ?
-
Anunoy Samanta ১২/০৯/২০১৩খুব ভালো লাগলো...
Best wishes...
I'll keep visiting -
Înšigniã Āvî ১২/০৯/২০১৩তারুণ্য ব্লগের জন্য অনেক শুভকামনা.......