মজার অভিজ্ঞতা প্রকাশের আহবান
আমরা মার্চ মাসব্যাপী তারুণ্যের সদস্যদের বাস্তব জীবনের বিভিন্ন মজার অভিজ্ঞতা প্রকাশের আহবান জানাচ্ছি তারুণ্যের "অভিজ্ঞতা" বিভাগে। সেরা তিনটি মজার অভিজ্ঞতার লেখককে পুরস্কার হিসাবে এবারের বইমেলায় প্রকাশিত তিনটি বই (প্রত্যেককে একটি করে) প্রেরণ করা হবে। এছাড়া তিন লেখকের নাম এপ্রিল মাসব্যাপী তারুণ্যের প্রথম পাতায় আলাদাভাবে উল্লেখ করা হবে।
লেখার নিয়মাবলী
১) নিজের জীবন থেকে নেয়া বাস্তব অভিজ্ঞতা হতে হবে।
২) লেখাটি অবশ্যই "অভিজ্ঞতা" বিষয়শ্রেণীতে প্রকাশিত হতে হবে।
৩) বাংলা হরফে লিখতে হবে, এবং বানান যথাসম্ভব শুদ্ধ হতে হবে।
৪) কেউ মার্চ মাসে তার একাধিক অভিজ্ঞতা প্রকাশ করে থাকলে শুধুমাত্র প্রথম দু'টি অভিজ্ঞতাকে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে।
৫) যেসব লেখা ইতিমধ্যেই অন্য কোন ব্লগে প্রকাশ করা হয়েছে, সেগুলোকে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে না।
সেরা বাছাইয়ের নিয়মাবলী
১) প্রতিটি লেখা অন্তত তিনজন মডারেটর দ্বারা যাঁচাই করা হবে। প্রতি মডারেটর প্রদত্ত পয়েন্টের গড়ের উপর ভিত্তি করে সেরা বাছাই করা হবে।
২) অভিজ্ঞতার ঘটনা এবং তা উপস্থাপনের রসবোধের উপর প্রতি মডারেটর ১০ এর মধ্যে পয়েন্ট দিবে।
৩) ভাষাগত কাঠামো এবং বানানের উপর ১০ এর মধ্যে পয়েন্ট দেয়া হবে।
৪) এছাড়া নিয়মিত সদস্যরা অতিরিক্ত ৫-এর মধ্যে পয়েন্ট পাবে। সদস্য কতটুকু নিয়মিত তা যাঁচাই করার জন্য মার্চ মাসে সে অন্যান্যদের কতগুলো ব্লগে মন্তব্য করেছে তা বিবেচনা করা হবে। (একই মন্তব্য কপি করে একাধিক ব্লগে দেয়া হলে তা শুধু একবার হিসাবে বিবেচিত হবে।)
৫) মোট ২৫ পয়েন্টের মধ্যে যেসব লেখা সবচেয়ে বেশি পয়েন্ট পাবে তাদের প্রথম তিনটিকে সেরা হিসাবে বিবেচনা করা হবে।
লেখার নিয়মাবলী
১) নিজের জীবন থেকে নেয়া বাস্তব অভিজ্ঞতা হতে হবে।
২) লেখাটি অবশ্যই "অভিজ্ঞতা" বিষয়শ্রেণীতে প্রকাশিত হতে হবে।
৩) বাংলা হরফে লিখতে হবে, এবং বানান যথাসম্ভব শুদ্ধ হতে হবে।
৪) কেউ মার্চ মাসে তার একাধিক অভিজ্ঞতা প্রকাশ করে থাকলে শুধুমাত্র প্রথম দু'টি অভিজ্ঞতাকে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে।
৫) যেসব লেখা ইতিমধ্যেই অন্য কোন ব্লগে প্রকাশ করা হয়েছে, সেগুলোকে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে না।
সেরা বাছাইয়ের নিয়মাবলী
১) প্রতিটি লেখা অন্তত তিনজন মডারেটর দ্বারা যাঁচাই করা হবে। প্রতি মডারেটর প্রদত্ত পয়েন্টের গড়ের উপর ভিত্তি করে সেরা বাছাই করা হবে।
২) অভিজ্ঞতার ঘটনা এবং তা উপস্থাপনের রসবোধের উপর প্রতি মডারেটর ১০ এর মধ্যে পয়েন্ট দিবে।
৩) ভাষাগত কাঠামো এবং বানানের উপর ১০ এর মধ্যে পয়েন্ট দেয়া হবে।
৪) এছাড়া নিয়মিত সদস্যরা অতিরিক্ত ৫-এর মধ্যে পয়েন্ট পাবে। সদস্য কতটুকু নিয়মিত তা যাঁচাই করার জন্য মার্চ মাসে সে অন্যান্যদের কতগুলো ব্লগে মন্তব্য করেছে তা বিবেচনা করা হবে। (একই মন্তব্য কপি করে একাধিক ব্লগে দেয়া হলে তা শুধু একবার হিসাবে বিবেচিত হবে।)
৫) মোট ২৫ পয়েন্টের মধ্যে যেসব লেখা সবচেয়ে বেশি পয়েন্ট পাবে তাদের প্রথম তিনটিকে সেরা হিসাবে বিবেচনা করা হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সেলিম রেজা সাগর ২১/০৯/২০২২একমত
-
জামাল উদ্দিন জীবন ১৭/১১/২০২১বেশ
-
জামাল উদ্দিন জীবন ১৭/১০/২০২১ভাল উদ্যোগ
-
জামাল উদ্দিন জীবন ২৮/০৯/২০২১সহমত
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৪/২০২১It's a learning. Thanks.
-
সেলিম রেজা সাগর ২৫/০৮/২০২০অসাধারণ
-
জানবক্স খান ০৬/০৭/২০২০this is very impressive but do it regularly and not for experience section only but for all.
-
নাজমুল হোসেন নয়ন ১৮/০৬/২০২০ভালো লাগল
-
সেলিম রেজা সাগর ১৬/০৫/২০২০একমত
-
সেলিম রেজা সাগর ০৫/০৪/২০২০ঠিক আছে
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/০৯/২০১৯ওকে
-
ইমন শরীফ ০৪/০৫/২০১৯সুন্দর উদ্যোগ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০১/২০১৯দারুণ
-
সেলিম রেজা সাগর ১০/০৫/২০১৮ভাল উদ্দ্যোগ
-
পরশ ১৭/০২/২০১৬সুন্দর
-
প্রশান্ত মন্ডল ২২/১২/২০১৫ওকে।
-
সমরেশ সুবোধ পড়্যা ২৭/০৭/২০১৫সত্যিকারের সেরা বিজ্ঞপ্তি
-
রক্তিম ০৯/০৩/২০১৫বেশ ভালো কথা।
-
shankar ০৪/০৪/২০১৪কবে ফলাফল জানতে পারব?
-
আহমেদ রব্বানী ২৯/০৩/২০১৪শুভকামনা সবসময়।
-
মোস্তাফিজুর রহমান ২৩/০৩/২০১৪ভালো লাগলো। চমৎকার উদ্দ্যেগ, আয়োজন। আজ দেশে যে হানাহানি, রক্তারক্তি, প্রতিশোধ পরায়ন প্রত্যেকের মনোবৃত্তি, অশালীন শব্দ প্রয়োগের মাধ্যমে ফেসবুকে প্রতিযোগীতা, আস্তিক, নাস্তিক উন্মোচন ইত্যাদি সকলকে পাশ কাটিয়ে তারুন্যের এই ব্লগের চমৎকার হৃদয়গ্রাহি আয়োজন সত্যিই তুলনাহীন। সাফল্য কামনা করছি।
-
আলমগীর সরকার লিটন ২২/০৩/২০১৪তবে ভাল উদ্যেগ কিন্তু পয়েন্টের মধ্যে আমি নেই দাদা
সাফল হোক এই প্রত্যাশায়- -
সহিদুল হক ১৭/০৩/২০১৪ভালো উদ্যোগ।
-
আহমাদ সাজিদ ১৭/০৩/২০১৪স্বাগতম!
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৮/০৩/২০১৪অনেক দিন পরে আপনার ব্লগে আসলাম। খুবই খারাপ লাগছে এটা দেখে যে, আপনার ব্লগ টি এখন সত্যিই নিষ্প্রাণ। একে প্রাণ দিতে চাইলে আরো ভালো উদ্যোগ নিতে হবে।
-
মোঃওবায় দুল হক ০৪/০৩/২০১৪পসংসাময়ি আয়োজন! ধন্যবাদ আয়োজকে।আমরা আছি থাকব আপনাদের আসরা।
-
মোঃওবায় দুল হক ০৩/০৩/২০১৪খুব সুন্দর উদ্যেগ।নিঃসন্দহে পসংসার দাবি রাখে!ধন্যবাদ উদ্যেগ দাতাকে।আমি অলরেডি "আমার মায়ের কাছ থেকে পাওয়া"শিরোনামে একটি অভিজ্ঞতা দিয়েছি।তবে সমস্যা একটাই মোবাইলে বানান গুলি শুদ্ধ করে লিখতে পারছিনা,ধন্যবাদ
-
মোকসেদুল ইসলাম ০৩/০৩/২০১৪সুন্দর একটি উদ্যোগ । অংশগ্রহনের আশা রাখি
-
আশা লতা ০১/০৩/২০১৪আশা লতা এই ব্লগে নতুন, এখানকার নিয়মে তিনটি পোস্ট যাচাই হয়ে প্রকাশিত হবে । আশা করি অভিজ্ঞতা জানাতে পারবো ।
-
আরজু নাসরিন পনি ২৭/০২/২০১৪ব্লগারদের অংশগ্রহণ বাড়াতে খুবই ভালো উদ্যোগ ।
আশা করছি, মজার মজার সব অভিজ্ঞতা পড়তে পারবো ।
কর্তৃপক্ষকে এমন উদ্যোগ নেবার জন্যে সাধুবাদ জানাই ।। -
প্রবাসী পাঠক ২৬/০২/২০১৪চমৎকার আয়োজন। আশা করি সকল ব্লগারদের কাছ থেকে মজার মজার অভিজ্ঞতার কথা জানতে পারব। আর পুরস্কার হিসাবে বই দেয়াটা চমৎকার উদ্যোগ। তবে বইগুলো যদি এবারের বইমেলায় প্রকাশিত তারুন্য ব্লগের ব্লগারদের বই হয় তাহলে আরও ভাল লাগবে।
আশা করি এডমিন এটা ভেবে দেখবেন।