প্রতিযোগিতা - হৃদয়ে একাত্তর
আগামী ১৬ই ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষ্যে "হৃদয়ে একাত্তর" নামে গল্প ও প্রবন্ধের এক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি আমরা তারুণ্যে। এ উপলক্ষ্যে মাসব্যপী সবার কাছ থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের উপর লেখা বিভিন্ন গল্প, প্রবন্ধ ও প্রামান্য তথ্যচিত্র প্রকাশের আহবান জানাচ্ছি। প্রতিযোগিতার নিয়মাবলী নিম্নরূপঃ
ডিসেম্বরের ১০ তারিখের পর জমা দেয়া প্রতিটি লেখা তারুণ্যের এডমিন ও মডারেটর কর্তৃক যাঁচাই করা হবে এবং লেখার বিষয়বস্তু, উপস্থাপনা ও বানানের উপর ভিত্তি করে ১ থেকে ১০ এর মধ্যে পয়েন্ট দেয়া হবে। সবার দেয়া পয়েন্টের গড়ের উপর ভিত্তি করে প্রতিযোগীতার সেরা গল্প ও প্রবন্ধ নির্ধারণ করা হবে। পরবর্তী ১৬ই ডিসেম্বর থেকে নিয়ে পুরো ডিসেম্বর মাস সেরা গল্প ও প্রবন্ধ তারুণ্যের মূল পাতায় স্টিকি করে রাখা হবে।
- একজন সদস্য গল্প বিভাগে একটি এবং প্রবন্ধ বিভাগে একটি করে লেখা জমা দিতে পারবে প্রতিযোগীতার জন্য।
- লেখা জমা দেয়ার মেয়াদ আজ থেকে নিয়ে ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত।
- লেখার বিষয়বস্তু মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পটভূমি এবং যুদ্ধপরবর্তী অবস্থার উপর হতে হবে।
- লেখায় অন্যান্য উৎস থেকে নেয়া তথ্য ব্যবহার করা হলে তার যথাযথ রেফারেন্স উল্লেখ করতে হবে।
- লেখাটি ইতিপূর্বে অন্য কোথাও প্রকাশিত হতে পারবে না।
- লেখার একেবারে নিচে "হৃদয়ে একাত্তর" উল্লেখ থাকতে হবে।
ডিসেম্বরের ১০ তারিখের পর জমা দেয়া প্রতিটি লেখা তারুণ্যের এডমিন ও মডারেটর কর্তৃক যাঁচাই করা হবে এবং লেখার বিষয়বস্তু, উপস্থাপনা ও বানানের উপর ভিত্তি করে ১ থেকে ১০ এর মধ্যে পয়েন্ট দেয়া হবে। সবার দেয়া পয়েন্টের গড়ের উপর ভিত্তি করে প্রতিযোগীতার সেরা গল্প ও প্রবন্ধ নির্ধারণ করা হবে। পরবর্তী ১৬ই ডিসেম্বর থেকে নিয়ে পুরো ডিসেম্বর মাস সেরা গল্প ও প্রবন্ধ তারুণ্যের মূল পাতায় স্টিকি করে রাখা হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সেলিম রেজা সাগর ২১/০৯/২০২২সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/১১/২০১৯দারুণ
-
সেলিম রেজা সাগর ২৬/০৩/২০১৯দারুণ
-
আরজু নাসরিন পনি ১৮/১১/২০১৩সর্বোচ্চ/সর্বনিম্ন কতো শব্দের মধ্যে হতে হবে এমন কোন বাধ্যবাধকতা কি আছে ?
আর সেরা একটির বদলে তিনটি কি করা যায় ? যা সর্বোচ্চ মন্তব্যপ্রদানকারীর মতো ব্লগের ডানপাশে একটা বারে প্রদর্শিত হতে পারে বেশ কিছুদিন । তাতে পরবর্তী প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের হার বাড়তে পারে । -
ফয়জুল্লাহ সাকি ১৩/১১/২০১৩ধন্যবাদ এধরণের মহৎ উদ্যোগের জন্য।আগামি প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে আমরা সকলকে এগিয়ে আসতে হবে।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ১৩/১১/২০১৩খুব ভালো উদ্যোগ
-
ডাঃ শরীফ হাসান ১১/১১/২০১৩ধারুন একটা আয়োজন।
এরকম আয়োজন নিয়মিত করলে ভাল হয়।
সাথে কোন স্পন্সর এর মাধ্যমে পুরুস্কার এর ব্যবস্তা করা যেতে পারে। -
রাখাল ০৯/১১/২০১৩চমৎকার আয়োজন ।
-
মীর শওকত ০৮/১১/২০১৩UC Browser7.6
অন্য একটি ওয়েবসাইটেও আমার একই প্রবলেম -
মীর শওকত ০৮/১১/২০১৩UC Browser7.6
অন্য একটি ওয়েবসাইটেও আমার একই প্রবলেম -
মীর শওকত ০৮/১১/২০১৩এরকম উদ্যোগকে সাধুবাদ জানায় । আমার একটা প্রবলেম হয়েছে সেটা হল আমার ব্লগে কেউ মন্তব্য করলে আমি তার উত্তর দিতে পারছিনা । উত্তর দিলেই সেটা যার মন্তব্যের প্রক্ষিতে দেয়া সেখানে না হয়ে সবার উপরে হয়ে যাচ্ছে ।দয়া করে আমাকে সাহায্য করুন
-
ইসমাত ইয়াসমিন ০৮/১১/২০১৩খুব ভালো উদ্দোগ।।আশা করি সবাই লিখবে।।
-
দীপঙ্কর বেরা ০৮/১১/২০১৩স্বাগতম । লেখাটি কি নতুন ব্লগ লিখি যেখানে সেখানেই লিখব ?
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৭/১১/২০১৩খুবই খুশি হলাম ভালো লাগলো।আচ্ছা এই মাসের আপনাদের প্রতিযোগিতার খবর কি?
-
আরজু নাসরিন পনি ০৭/১১/২০১৩বাহ্, খুব ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই ।
দেশ, মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে ব্লগাররা বেশ অনুপ্রাণিত হবে । -
Înšigniã Āvî ০৭/১১/২০১৩darun udyog
-
জহির রহমান ০৭/১১/২০১৩সুন্দর উদ্যোগ। স্বাগত জানাই...