নিষিদ্ধ দুর্গা
ভদ্রলোকের বাড়ির পূজো,
অথচ অভদ্র মেয়েরা সব।
এ পূজোয় নিষিদ্ধ দুর্গার আঙিনার মাটি চাই
তা জানি না, এও কি সম্ভব?
কলপাড়ে পড়ে থাকে বেহুলার ভাঙা শাঁখা,
গর্ভের রক্ত, নাকি পলা এসব?
চিহ্ন গুলি না থাকলেও বেহুলার মনটা থাকে,
শরীর জুড়ে আশৈশব।
সামাজিক নারী হবার ইচ্ছেটুকু তবুও যায় না।
মরণ হোক এসব ইচ্ছের,
ভাত জুটলে বাপের নাম, ভেবেছ দুর্গা জানে না?
সাদা গ্লাস হাতে যে "জান" ডাকে,
লাল গ্লাস হাতে সেই দাম হাঁকে।
দুর্গাও দু'ঠোটে লিপষ্টিক মেশায় দুভাগ,
খুব হাসে।
আর ভেতরে ভেতরে কাঁদতে ভালবাসে।
তবু কান্না বন্ধ হ্য় পেটের টানেই,
সং সেজে রাস্তায় দাঁড়ায় দুর্গা পেটের টানেই।
দুর্গা বোঝে,
জীবনকে তো বাঁচিয়ে রাখা চাই,
দুর্গা জানে,
মৃত্যুকে তো মারতে হয়ই।
পেটের ভাতটুকুও জোগাতেই হয় তাই।
দুর্গা তাই নতুন করে জীবনের জয়ধ্বনি দেয়।
দুর্গা তাই নতুন করে আগমনী গান শোনায়।
দুর্গা তাই নতুন করে পথে দাঁড়ায়।
দুর্গা তাই নতুন করে ১০ টা.-২০ টা.-য় বিক্রি হয়।
ভদ্রলোকেরা দুর্গাকে কেনে ১০ টাকা বা
২০ টাকায়।
অথচ অভদ্র মেয়েরা সব।
এ পূজোয় নিষিদ্ধ দুর্গার আঙিনার মাটি চাই
তা জানি না, এও কি সম্ভব?
কলপাড়ে পড়ে থাকে বেহুলার ভাঙা শাঁখা,
গর্ভের রক্ত, নাকি পলা এসব?
চিহ্ন গুলি না থাকলেও বেহুলার মনটা থাকে,
শরীর জুড়ে আশৈশব।
সামাজিক নারী হবার ইচ্ছেটুকু তবুও যায় না।
মরণ হোক এসব ইচ্ছের,
ভাত জুটলে বাপের নাম, ভেবেছ দুর্গা জানে না?
সাদা গ্লাস হাতে যে "জান" ডাকে,
লাল গ্লাস হাতে সেই দাম হাঁকে।
দুর্গাও দু'ঠোটে লিপষ্টিক মেশায় দুভাগ,
খুব হাসে।
আর ভেতরে ভেতরে কাঁদতে ভালবাসে।
তবু কান্না বন্ধ হ্য় পেটের টানেই,
সং সেজে রাস্তায় দাঁড়ায় দুর্গা পেটের টানেই।
দুর্গা বোঝে,
জীবনকে তো বাঁচিয়ে রাখা চাই,
দুর্গা জানে,
মৃত্যুকে তো মারতে হয়ই।
পেটের ভাতটুকুও জোগাতেই হয় তাই।
দুর্গা তাই নতুন করে জীবনের জয়ধ্বনি দেয়।
দুর্গা তাই নতুন করে আগমনী গান শোনায়।
দুর্গা তাই নতুন করে পথে দাঁড়ায়।
দুর্গা তাই নতুন করে ১০ টা.-২০ টা.-য় বিক্রি হয়।
ভদ্রলোকেরা দুর্গাকে কেনে ১০ টাকা বা
২০ টাকায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শান্তনু ব্যানার্জ্জী ১৭/১০/২০১৫বাহ !! দারুন !!
-
দেবব্রত সান্যাল ১৩/১০/২০১৫নিজের একটি স্ট্যান্ডার্ড তৈরী হয়ে গেলে , লড়াইটা নিজের সাথে হয়। স্ট্যান্ডার্ড ধরে রাখার লড়াই।
-
গৌরাঙ্গ সুন্দর পাত্র ১৯/০৭/২০১৫তোমার একটি শ্রেষ্ঠ কবিতা । খুবই ভালো ।কতবার পড়েছি আমি । ভালো থেকো ।
-
আবিদ আল আহসান ০৫/১২/২০১৪বুঝলাম না
-
জমাতুল ইসলাম পরাগ ২৭/১১/২০১৪এভাবেই বিক্রি হয়ে কিনে নেয় লাইফ টাইম, এও এজ পুজো, নাকি?
-
আবু সাহেদ সরকার ২৪/১১/২০১৪খুব সহজেই বুঝিয়ে দিয়েছেন কবি বন্ধু। তবে শেষে কি দূর্গাকে মাটির পুতুলের সাথে তুলনা করলেন?
বুঝালে খুশি হবো। -
পার্থ সাহা ২৪/১১/২০১৪khub sundor lekhoni,vabar moto
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২৩/১১/২০১৪প্রতিবাদী লেখনী !