অণুতে স্পর্শ ও স্পর্শেই মৃত্যু
পাগল করা ছেলে, তুই চোখ ছুঁলি যেই;
সেই মূহুর্তেই মুহুর্তের জন্যই মরে গেছিলাম আমি।
এক মুহুর্তে থেঁতলে মারতে পারিস তুই।
কোটি কোটি জীবন সুখের চেয়ে,
এসব মুহুর্তের জন্য মৃত্যু ভালো......
....... ঢেড় ভালো এসব মৃত্যু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবব্রত সান্যাল ১৩/১০/২০১৫পাতার পর পাতার চেয়ে , ঢেড় ভালো ছোটো কবিতা
-
অগ্নিপক্ষ ০৪/১২/২০১৪আরেকটূ নিচে নামা যায় না?!
-
জমাতুল ইসলাম পরাগ ২৭/১১/২০১৪দারুণ রোমান্টিক।
-
আবু সাহেদ সরকার ২৩/১১/২০১৪স্বাগতম তারুণ্যে। ছোট্টর মাঝে অনেক জ্ঞান গর্ব কথা বলেছেন কবি। ভালই লাগলো। আমার পাতায় আসবেন।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১১/২০১৪মাঝে মাঝে মনে হয় এরকম একটু আধটু সুখের মরা মরতে পারতাম। বেশ সুখের অনুভুতিময় লেখা ভালো লাগলো.........................
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ২০/১১/২০১৪প্রায় দার্শনিকদের মত স্বল্প কথায় শ্মাশত আবেগের যে উচ্ছ্বাস তাতে সত্যিই মুগ্ধ হয়ে পারা যায় না! ধন্যবাদ এমন সুন্দর কবিতার জন্য।
-
মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪অসাধারন, এমন মুহূর্তে সত্যি মৃত্যুতে স্বর্গ রচিত
-
অনিরুদ্ধ বুলবুল ১৭/১১/২০১৪সেকেন্ডের বীট বন্ধ হওয়া তো একজাতীয় মৃত্যুই বটে - এমন সুখের মরণ কে না চায়? এক টুকরো ভাল লাগা বেশ উপভোগ্য হয়েছে।
শুভরাত্রি।