বন্ধুত্ব
এখানেই তো একসাথে স্রোতে ভেজার কথা ছিল
সমুদ্র ঘুম যাবার পরে আমি একটু একটু করে এগিয়ে যাই।
যে নোনাবালি আদর করে আমার আঙুলে জড়ালো;
জলীয় বাষ্প ঘুম পাড়িয়ে গেলো শরীর ও মনকে।
আমার ঠোঁট থেকে ভেসে গেল ধ্রুপদী সঙীতের সুর;
তোমার আঙুলের ছোঁয়ায়...............
তুমি তখনও বসে দূরে বিচের এক কিনারে;
তুমি নেই পাশে;
তাই সমুদ্রকেই ভেজালাম
ভেজা বাতাস দিয়ে!
কিছু জলীয় বাষ্প তাই উড়ে গেল
আমার সাথে প্রতিশোধ নিতে.........
আগুনের হিংস্রতায় নয়;
মোমের আদরে
তোমার ঠোঁটও ভেজাবে বলে।
আজও বন্ধু তোমার গায়ে জল ছেটাবো বলে কিনারায় দাঁড়িয়ে,
বন্ধু, সমুদ্র জেগে উঠলে আমার সাথে নাববে তো?............
সমুদ্র ঘুম যাবার পরে আমি একটু একটু করে এগিয়ে যাই।
যে নোনাবালি আদর করে আমার আঙুলে জড়ালো;
জলীয় বাষ্প ঘুম পাড়িয়ে গেলো শরীর ও মনকে।
আমার ঠোঁট থেকে ভেসে গেল ধ্রুপদী সঙীতের সুর;
তোমার আঙুলের ছোঁয়ায়...............
তুমি তখনও বসে দূরে বিচের এক কিনারে;
তুমি নেই পাশে;
তাই সমুদ্রকেই ভেজালাম
ভেজা বাতাস দিয়ে!
কিছু জলীয় বাষ্প তাই উড়ে গেল
আমার সাথে প্রতিশোধ নিতে.........
আগুনের হিংস্রতায় নয়;
মোমের আদরে
তোমার ঠোঁটও ভেজাবে বলে।
আজও বন্ধু তোমার গায়ে জল ছেটাবো বলে কিনারায় দাঁড়িয়ে,
বন্ধু, সমুদ্র জেগে উঠলে আমার সাথে নাববে তো?............
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবব্রত সান্যাল ১৩/১০/২০১৫সমুদ্রকে ভেজালাম ! অসাধারণ !
-
Gouranga Sundar Patra ১৯/০৬/২০১৫বেশ ভালো লেখনী ।শুভেচ্ছা রইলো ।
-
এম আর মিজান ১২/১১/২০১৪দারুণ
-
কৌশিক আজাদ প্রণয় ১০/১১/২০১৪"বিচের" পরিবর্তে "সৈকতের " শব্দটা ব্যবহার করা যেতে পারে। সঙীত > সঙ্গীত। জলীয় বাস্প প্রতিশোধ নিতে উড়ে গেলো ঠিক তার পরেই আগুনের হিংস্রতা নয়, প্রিয়তমের ঠোঁটে মমের আদরে ঠোট ভেজানোর অভীপ্সা। কাব্যিক সমন্বয় কম মনে হল।
-
জমাতুল ইসলাম পরাগ ১০/১১/২০১৪প্রিয় জনের কবিতা করে নিলাম প্রিয়
ভালো লাগা অসংখ্য তা জেনে নিও। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৯/১১/২০১৪কবিতাটি পড়ে নস্টালজি হয়ে যাচ্ছি। বন্ধুদের সাথে বিচের কিছু ফিলিংস ফিল করতে পারলাম। আপনার লেখাটা বেশ ভালো লাগলো। কিছু কথা তো অসাধারন ছিলো।
-
শিমুল শুভ্র ০৮/১১/২০১৪খুব সুন্দর ভাবে সাজালে কবিতাটি , সত্যিই অসাধারণ লাগলো ,তোমার চলার পদচারণা সফল হউক , এই কামনা করছি ।
-
হলুদকমা ০৭/১১/২০১৪"তাই সমুদ্রকেই ভেজালাম
ভেজা বাতাস দিয়ে! "
চমৎকার কথা,বেশ লাগলো! -
চূড়ান্ত ০৭/১১/২০১৪ভালো লিখেছেন।
-
ইহ্সান জাহিদ ০৬/১১/২০১৪ভালো লাগলো অনেক।
-
অনিরুদ্ধ বুলবুল ০৬/১১/২০১৪কথা না হওয়ার কথা.....
না শুরু হওয়া বৃষ্টিকে....
ভিন্নতর অনুভবের প্রকাশ.... তবে একই জাতীয় বা সমার্থক শব্দগুচ্ছ কিভাবে যেন আমার মনে গেঁথে আছে - কোথাও তেমন শব্দ গুচ্ছের দেখা পেয়েছি না কি মনে কখনো গুঞ্জরীত হয়েছে, জানি না।
কেন জানি মনে হলো; তোমার অন্যান্য লেখার তুলনায় এই লেখাটি ঠিকমত ফুটছে না। আর একটু নাড়াচাড়া করে দেখবে না কি?
ভাল থেকো - শুভেচ্ছা। -
Înšigniã Āvî ০৬/১১/২০১৪খুব সুন্দর লাগল........দুর্দান্ত ।