www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভয়

দু'এক চামচ মেঘলা রাত...
আজ যদি দেখা হয় হঠাত্ !
দু'এক পশলা অচেনা বৃষ্টিপাত,
আজ যদি কথা হয় হঠাত্ !

তবু দেখা হয় না!
হারিয়ে যাওয়া fb password - র মত
         গোপনে হারিয়ে যাই আমিও।
কেন?
শুধু তোকেই খুজে পাব বলে?
জানি না।
জানালার শিকে বেধে রাখা নীল অপেক্ষাগুলো পচে মড়ে;
মধ্যরাতের নাইট বাল্বের নীলচে ভেজা চোখে
সারারাত কাদে আমার রাতের আকাশ।
কেন? ...... জানি না।

শূন্যশয্যায় তখনও পড়ে থাকে
    আবছায়া শেষ আলিঙ্গন;
আর যাকে কোনোদিন পাইনি,
তাকে সবচেয়ে বেশী হারিয়ে ফেলার ভয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • লেখাটা ভালো। দেশ পত্রিকার সম্পাদকের কাছে শুনেছি , ইংরেজী শব্দ লেখা আবশ্যক হলে বাংলা হরফে লিখতে হয়।
  • অনিরুদ্ধ বুলবুল ০৮/১১/২০১৪
    অনিন্দ্য প্রকাশ -
    মুগ্ধতায় ছেয়ে থাকে কিছুটা সময় তারপর বোধে ফিরে আসা! ভাল লাগলো কবি। চন্দ্রবিন্দুর সমস্যা?

    অনেক ভাল লাগা রেখে গেলাম।
  • Înšigniã Āvî ০৫/১১/২০১৪
    bah.......darun valo laaglo
  • জীবনের সাথে যেনো পুরোই মিলে যাচ্ছে। ভালো লাগা, ভালোবাসা এবং শুভেচ্ছা নিবেন।
  • মোহাম্মদ তারেক ২৯/১০/২০১৪
    বাহ! বানান গুলো দেখে নিবেন কবি।
  • শিমুল শুভ্র ২৯/১০/২০১৪
    বাহ!!
 
Quantcast