www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চাঁদ

জোসনা রাতে একলা ঘরে
যখন আমি ঘুমে,
আকাশ হতে চাঁদের আলো
যায় কপালে চুমে ।
দুচোখ মিলেই অবাক আমি
জানালা খোলা একি?
জানালার ভিতর দিয়ে
চাঁদের আলোর উকি ।
অবাক হয়ে তাকাই আমি
হীরের চাঁদের প্রতি ।
চাঁদ যেন মোর মারছে ছুরে
তাহার সকল জ্যোতি ।
কাটিয়ে দিতে এই শশিটা
রাতের আধার কালো ।
দিচ্ছে ছিটে এই ধরাতে
ধার করা তার আলো ।
মাঝে মাঝে দুর আঁকাশে
হীরার তরীর বেসে ।
খুশির বার্তা নিয়ে আসে
প্রাণ খুলিয়ে হেসে ।
একটি নয় দুটি নয়
হাজার বছর ধরে ।
একই কাজে ব্যস্ত এটা
প্রভুর বিধান মেনে ।
দুর আকাশের চাঁদটি যেন
বলছে মোরে ছায়েম ।
আমার মতোও তোমরা করো
প্রভুর বিধান কায়েম ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast